Tag: হৃদয়

  • বিশ্বাস

    বিশ্বাস ভেঙ্গে যে করে খান খান…

    তার জন্যই হৃদয়ে কেন এতো লাগে টান…?

  • ব্যবসা

    ইট-কাঠেরই ব্যবসা হয়,
    হৃদয় তো আর পণ্য নয়।

  • বসন্ত

    হৃদয় ক্যালেন্ডারে বসন্ত পাতা খেয়ে নিয়েছে উঁই পোকায়,

    সখি, শীত শেষে গ্রীষ্ম আসবে, আসবে না আর বসন্ত।

  • শাসন-শোষণ

    তোমারে হৃদয় রাজ্যের শাসন ভার দিলাম,
    তুমি শোষণ শুরু করলা।

  • অবহেলা

    কেন এই অবহেলা হে প্রিয়তমা,
    বাহিরে পূর্ণ চাঁদের তলে দখিনা বায়ুর তালে নৃত্য করে
    সর্গের অপ্সরা উর্বশী-সুপ্রিয়া-মেনকা।
    হৃদয়ের কপাটে খিল দিয়ে পাহারায় তুমি,
    ভিতরে আমি অন্ধকারে,
    আমাকে আলোতে ডেকে নাও।

    এসো হে প্রিয়তমা,
    স্নান করি এক সাথে পূর্ণ চাঁদের আলোতে।
    তুমি চাইলে সময়ের কি সাধ্য আছে
    আমায় রাখে বন্দী করে?

  • অধিকার

    অধিকারের প্রশ্নে এক চুলও ছাড় নয়,
    হোক সে ভিটামাটি, হোক বা হৃদয়।

  • বিনিময়

    হৃদয়ের বিনিময়ে হৃদয় চাই,
    টাকা-পয়সার নাই কারবার।
    তুমিও জয়ী হলে আমিও
    ভয় নেই কারো হারবার।

  • সর্বনেশে চোখ

    তোমার সর্বনেশে চোখ,
    আমার সর্বহারা হৃদয়।