আজ কোন মাসের-
কতো তারিখ জানি না সখি,
তবে, আজ এ হৃদয়ে ঈদ।
#ঈদ #মাস #তারিখ #সখি #হৃদয়
Tag: হৃদয়
-
ঈদ
-
সুখ
দিন শেষে তোমার হাসিমুখ
আমার হৃদয় জুড়ে সুখ।
#দিন #মুখ #হাসি #হৃদয় #সুখ -
বেদনা
হৃদয় খুঁড়ে ভালোবাসা বের করে নিয়ে- সেখানে ঢেলে দিলে এক সুদীর্ঘ বেদনার নদী, প্রিয়তমেষু আমার, তোমার দেয়া এ বেদনা আমি পরম ভালোবাসায় রাখবো মৃত্যুবধী। #হৃদয় #ভালোবাসা #নদী #প্রিয়তমেষু #বেদনা #মৃত্যু #দশকিয়া #চতুর্বেদ
-
অর্চনা
হৃদয়ের মন্দিরে কোন শাটডাউন নেই, দেবী, সেখানে তোমার অর্চনা চলবেই। #অর্চনা #হৃদয় #মন্দির #শাটডাউন #দেবী #দ্বিপক্ষ #দশকিয়া #অন্যপ্রেমেরগান
-
গঙ্গা
প্রিয়তমেষু গঙ্গা, হৃদয়টাকে অপবিত্র করে রেখেছি তোমাতে স্নান করে পবিত্র হবো বলে। #গঙ্গা #প্রিয়তমেষু #হৃদয় #স্নান #পবিত্র #একলাইনেরচিঠি
-
কাঁটা
ক্যাকটাসের কাঁটার মতো- বিঁধে যাবো হৃদয়ে তোমার, একটু এদিক-সেদিক করলেই দেখবে বুকের বাঁয়ে ব্যথার পাহাড়। #ক্যাকটাস #কাঁটা #হৃদয় #পাহাড়
-
বঙ্গভূমি
হৃদয়ের গহীনে-
অতীব যতনে,
রয়েছো তুমি-
হে বঙ্গভূমি।অ থেকে চন্দ্রবিন্দু-
শুণ্য থেকে অসীম সিন্ধু,
রয়েছো তুমি-
হে বঙ্গভূমি।আদি থেকে অন্ত-
সীমা থেকে দিগন্ত,
রয়েছো তুমি-
হে বঙ্গভূমি।ভোরের আলোয়-
রাতের কালোয়,
রয়েছো তুমি-
হে বঙ্গভূমি।নজরুলের কাব্যে-
জয়নুলের চিত্রে,
রয়েছো তুমি-
হে বঙ্গভূমি। -
হৃদয় ছুঁয়ে দেখলে না!
আমার হাত ছুঁয়ে দেখলে,
কপাল-ঠোঁট তা’ও ছুঁয়ে দেখলে,
সখি, একবার হৃদয় ছুঁয়ে দেখলে না! -
হৃদয়
তোমার হাত ছুঁইলাম, কপাল ছুঁইলাম,
শুধু হৃদয় ছুঁয়ে দেখা হলো না। -
নীড়
খাঁচা নয়, হৃদয়টাকে নীড় বানাও,
পাখি যতই দূরে যাক-
নীড়ে সে ফিরবেই।