এক জনমের তপস্যা আমার-
কলিজার এই হাসি ছোঁয়ার।
তুমি আবার হাসতে পারো; এই তো গেলো বোঝা,
আমিই ছিলাম সুখের কাঁটা; অংকটা বেশ সোজা।
তোমার মাথা ব্যথায় নাপা হবো
গ্যাস্ট্রিকে হবো আদা,
তোমার মন খারাপে ভাঁড় হবো
গন্ডার-গরু-গাধা।
তুমি হাসলে বাগান হয় যে
ফুলে ফুলে ভরপুর,
তোমার মন খারাপে অন্ধকারে
ছায়; যদিও দিন দুপুর।
#মেয়ে #মন #খারাপ #ব্যথা #নাপা #গ্যাস্ট্রিক #আদা #ভাঁড় #গন্ডার #গরু #গাধা #হাসি #বাগান #ফুল #অন্ধকার #দিন #দুপুর
তুমি হাসলে আমার পৃথিবী হয়ে ওঠে আটলান্টিকের মতো উত্তাল,
আর তুমি কাঁদলে আমার পৃথিবী আটলান্টিসের মতো হারিয়ে যায় গভীর জলে।
#তুমি #হাসি #পৃথিবী #আটলান্টিক #উত্তাল #কান্না #আটলান্টিস #জল #সমুদ্র
দিন শেষে তোমার হাসিমুখ
আমার হৃদয় জুড়ে সুখ।
#দিন #মুখ #হাসি #হৃদয় #সুখ
সখি, তুমি আমার হাসি বোঝ না, কান্না বুঝবে কী?