Tag: হাসপাতাল

  • কড়চা

    জীবন তবু বয়ে যাবে, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে,
    রামপাল নিয়ে রাম ছাগলের পালেরা ম্যাৎকার করবেই।
    যে হাসপাতালে শহীদ কাদরী ঘুমিয়ে যাবেন-
    সেই হাসপাতালেই এবরশনের বিষাক্ত থাবায়,
    পৃথিবীর মুখ দেখার আগেই বিদায় নিবে কোন গর্ভ শিশু।


    ফিরে আসি ফের দেশে-
    এখানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে কোন জোচ্চর মন্ত্রী বলে উঠবেন-
    ভারতের দেয়া বন্যার জল দেশের জন্য আশীর্বাদ।


    ঐ দিকে ইনু, পিতা. পিতা.. পিতা… বলতে বলতে মুর্ছা যাবে বারংবার,
    তাই দেখে সবাই বলে উঠবে আহ! ছেলেটা কত যে পিতৃভক্ত!


    টিউশনি পড়ানো যুবক স্বপ্ন দেখবে- বেতনের টাকায় বাসা ভাড়ার বকেয়া দিবে,
    ছিনতাইকারী যুবক চিন্তা করবে- মক্কেল না পেলে মায়ের ঔষধ কিনতে টাকা পাবো কোথায়!
    চাকুরী খোঁজা যুবক ভাববে আরেকটি মাস শেষ!


    জগন্নাথে ছাত্র-ছাত্রীদের উপর জয় বাংলা বলে হামলে পড়বে জয় বাংলার ছেলেরা।


    কাল পত্রিকার পাতা উল্টে জানবেন-
    এ মাসে সারাদেশে ধর্ষণের মামলা হয়েছে ৩৩১টি।

  • কেউ একজন গত হলেন

    কেউ একজন গত হলেন মাত্র, হাসপাতালে এভাবেই হয়তো সকাল হওয়ার নিয়ম…
    স্বজনের আহাজারী ধীরে ধীরে মৃদু হচ্ছে, দূর থেকে দূরে যাচ্ছে।

  • তুমি আসো না কেন ডাক্তার বাবু?

    ডাক্তার বাবু, ডাক্তার বাবু…
    আপনি আসেন না কেন ডাক্তার বাবু?

    জানেন আমি এখন হাঁটতে পারি!
    ডান পাঁয়ের ব্যাথাটা যদিও কিঞ্চিত রয়ে গেছে…
    আপনি এলে বুঝি তাও সেরে যাবে…

    ডাক্তার বাবু, আপনি কোথায় ডাক্তার বাবু?
    হতচ্ছাড়ি নার্সের হুল ফোঁটানো ইঞ্জেকশন নিতে বড় কষ্ট হয়…

    জানেন! আমি এখন দুটো হাতই নাড়াতে পারি…
    বিকেলে যখন বেড থেকে বারান্দায় যাই, তখন মনে হয় ইস!
    কেউ যদি হাতটা ধরে নিয়ে যেতো…

    আমার চাওয়ার কি কোন দাম নেই ডাক্তার বাবু?
    মাঝরাতে যখন সমস্ত হাসপাতাল গভীর ঘুমে আচ্ছন্ন তখন আমি কারো প্রতিক্ষায় রই…
    গতরাতে হঠাৎ যখন দরজার পর্দাটা মৃদু কেঁপে উঠলো, পর্দার সাথে আমার হৃদয়ও…
    মনে হলো, এই বুঝি শেষ হলো আমার প্রতিক্ষা…

    ডাক্তার বাবু, মুহুর্তেই আমার ভুল ভাঙ্গে, যখন আমার মুখে অসহ্য আঘাত করে একরাশ ঠান্ডা হাওয়া…

    ডাক্তার বাবু, ডাক্তার বাবু…
    তুমি আসো না কেন ডাক্তার বাবু?