Tag: হাত

  • কলিজা

    ণ্যা কত ঘুমাবা আর?
    একলা যে দম বন্ধ হয়ে আসে!
    দিবা-রাতি একাকার হয়ে ওঠে
    তুমি যে নাই পাশে।

    লিখবো বলে মহা কাব্য
    কলম নিয়েছি হাতে,
    কলম তো আর চলে না কণ্যা,
    তোমার ছোঁয়া যে নেই তাতে।

    জানতে যদি কষ্ট কত তোমায়
    ছাড়া একলা বেঁচে থাকা,
    ভাবতে না আর টিকেট কত টাকা!
    সিট আছে নি ফাঁকা।

  • হৃদয় ছুঁয়ে দেখলে না!

    আমার হাত ছুঁয়ে দেখলে,
    কপাল-ঠোঁট তা’ও ছুঁয়ে দেখলে,
    সখি, একবার হৃদয় ছুঁয়ে দেখলে না!

  • হৃদয়

    তোমার হাত ছুঁইলাম, কপাল ছুঁইলাম,
    শুধু হৃদয় ছুঁয়ে দেখা হলো না।

  • নন্দীনি

    প্রিয়তমেষু নন্দীনি,

    আমি তোমার ক্লান্ত রোদেলা দুপুরে হাত পাখার বাতাস হতে চাই।

    জয় কল্যাণীয়েষু

  • হাত

    যদি জানতে…
    কেন হাতখানা খালি…
    এসে হাত রাখতে হাতে…
    বৃষ্টি বইতো উথালি-পাথালি…

  • সন্ধ্যা

    সন্ধ্যা এলো আন্ধার নিয়া,

    তোমার হাতে যন্ত্রণা।

    সন্ধ্যার হাত ধরবো আজ,

    তোমার হাত ধরবোনা।

  • স্বপ্ন

    হয়তো কোনদিন তুমি আসবে,

    অথবা কোনদিন নয়।

    না এলেই ভালো,

    এলেইতো আবার তোমায় হারাবার ভয়।



    ভয় নিয়ে বাঁচতে চাইনা-

    স্মৃতিটুকুই থাক,

    চাইনা আমি সুখের দিন-

    আসুক আবার যাক।


    একেবারে জীবন তরে-

    আসতে যদি পারো,

    স্বপ্ন নয় সত্যি হয়ে-

    হাতটি আমার ধরো।