ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

হাওয়াই মিঠাই

হাওয়ায় ভাসে না হাওয়াই মিঠাই,হাওয়াই মিঠাই বাক্স বন্দী রয়। বাক্স ছেড়ে বেরিয়ে এলে,হাওয়ায় মিলিয়ে যায়।

তিতাস

তিতাসের রঙ্গিলা হাওয়া-লাগিয়ে গায়ে‌, চলছে গাড়ী এঁকেবেঁকে-ডানে-বাঁয়ে।

দেবী

প্রিয়তমেষু দেবী, ঈভ-এডাম সাজার খেলা শেষ করে এবার চলেন স্বনামে খেলি প্রেম।– ইতি আপনার কবি। #প্রিয়তমেষু #দেবী #ঈভ #এডাম #হাওয়া #আদম #খেলা #প্রেম #কবি

হাওয়া

হাওয়াকে না পেলে আত্মহত্যা করবে আদম,তাহার কাছে হাওয়াই স্বর্গ, হাওয়াই গন্ধম। #হাওয়া #ঈভ #আদম #এডাম #স্বর্গ #গন্ধম

পুনর্জন্ম

তোমাকে পাওয়ার জন্য হাওয়া, আবার জন্মাবো আদম হয়ে। #পুনর্জন্ম #হাওয়া #জন্ম #আদম

প্রথম দেখা

তাকে জিজ্ঞেস করলাম এসেই পোষাক খুলছো, ঘটনা কী?সে বললো এডামের সাথে ঈভের দেখা হয়েছিলো পোষাকবিহীন। #ঈভ #এডাম #হাওয়া #আদম #পোষাক #কাপড়

স্বর্গোদ্যান

৩ হাজার বছর পর যখন ঈভ এর সাথে আমার প্রথম দেখা হলো,তখন তাঁকে জিজ্ঞেস করলাম তুমি কে?সে বললো আমি পৃথিবীর রহস্য, আমিই স্বর্গোদ্যান। #ঈভ #আদম

স্বর্গ

আপনারা ঘটনাটা কী রকম শুনেছেন জানি না, তবে আসল ঘটনাটা আজ বলছি। আমি যখন স্বর্গ ভ্রমন করছিলাম, এমন সময় গেব্রিয়েল এসে বললো- ঈশ্বর আপনাকে তলব

অধিকার

বাঁচার অধিকার তেমন- আন্দোলিত হোক, চা বাগিচার কলি যেমন- নতুন হাওয়ায় আন্দোলিত হয়।

হারানোর গল্প

কোন এক কালে, তুমি আমারই ছিলে। তারপর হায়, এক বদ হাওয়ায়। কোথা হারালে।।