রফিক আজাদের মতো তোমার প্রতীক্ষায়-
পায়ে শিকড় না গজানো অবধি আমি ঠাঁয় দাড়িয়ে থাকবো।
তুমি আমাকে উপেক্ষা করতে পারলেও, আমার-
প্রতীক্ষাকে উপেক্ষার শক্তি স্রষ্টা তোমাকে দেবেন না।
রফিক আজাদের মতো তোমার প্রতীক্ষায়-
পায়ে শিকড় না গজানো অবধি আমি ঠাঁয় দাড়িয়ে থাকবো।
তুমি আমাকে উপেক্ষা করতে পারলেও, আমার-
প্রতীক্ষাকে উপেক্ষার শক্তি স্রষ্টা তোমাকে দেবেন না।
বিগত ২-৪ হাজার বছরের ইতিহাস থেকে নিরীহ কোন ব্যক্তিকে পৃথিবী শাষণ করতে দেখা যায় না, তবু আমরা বিশ্বাস করি "স্রষ্টা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন"। বলি, এই পরীক্ষা কত শত কোটি বছরে শেষ হবে শুনি?