Tag: স্মৃতি

  • সাথী

    আমি কারো বিনিদ্র রজনীর স্মৃতি হতে চাই না,

    যদি পারো, করে নিও তোমার নিদ্রার সাথী।

  • স্মৃতিস্থির

    আন্তনগর রেল এর মত দ্রুত গতিতে বন্ধুদের বয়স বেড়ে যায়,
    আমিই শুধু বিয়ারিং এর খেলনা গাড়ীর মত র’ই-
    যেখানে ছিলাম সেখানেই।

  • পোকারা কি প্রেম করে না?

    এ তোর কেমন রীতি?
    দূরে যাবি চলে; বাড়াইয়া পিরিতি।
    একা একা কান্দুম আমি
    মনে নিয়া তোর স্মৃতি॥

    তোর লাগিয়া পরান কান্দে;
    অন্তর যায় জ্বলে,
    তোর ঘরেও ছড়াবে যে
    আর কিছুদিন হলে॥

    কেন এমন করলি তুই?
    মারিলি প্রেমের ধোঁকায়,
    তবে কি তাই প্রেমের ফল
    খেয়ে নিয়েছে পোকায়!

    পোকারা কি প্রেম করে না?
    নাই কি তাদের অন্তর?
    নাকি আমি একাই বোকা
    তাই ছুঁয়েছি মন তোর!

  • ভাঙ্গা রেকর্ড

    আমি হারিয়ে ফেলছি সব আমার মানসপট থেকে, সব যাচ্ছি ভুলে…
    শুধু তোমার চলে যাওয়ার স্মৃতি ভেসে রয়েছে আটকে যাওয়া রেকর্ড এর মত…

  • স্বপ্ন

    হয়তো কোনদিন তুমি আসবে,

    অথবা কোনদিন নয়।

    না এলেই ভালো,

    এলেইতো আবার তোমায় হারাবার ভয়।



    ভয় নিয়ে বাঁচতে চাইনা-

    স্মৃতিটুকুই থাক,

    চাইনা আমি সুখের দিন-

    আসুক আবার যাক।


    একেবারে জীবন তরে-

    আসতে যদি পারো,

    স্বপ্ন নয় সত্যি হয়ে-

    হাতটি আমার ধরো।