গালিবের চ্যালা
প্রিয়তমেষু, তোমার জন্য হাল্কা নয় শুধু, রোজা ভঙ্গ করতেও রাজী। মির্জা গালিবের চ্যালা আমি, তোমার চেয়ে কি স্বর্গের হুর আমার কাছে দামী?
প্রিয়তমেষু, তোমার জন্য হাল্কা নয় শুধু, রোজা ভঙ্গ করতেও রাজী। মির্জা গালিবের চ্যালা আমি, তোমার চেয়ে কি স্বর্গের হুর আমার কাছে দামী?
পাগলামী ও ভন্ডামির মোহনা আমি,আমিই ঈশ্বর ও শয়তানের মিলনস্থল।গন্ধম ভক্ষণকালে আমিই সেই স্বাক্ষী,আমিই মানব সভ্যতার স্বর্গচ্যুতির কারন। আমিই সাধু, আমিই চোর।আমিই আর্য্য আবার আমিই অসুর।
হাওয়াকে না পেলে আত্মহত্যা করবে আদম,তাহার কাছে হাওয়াই স্বর্গ, হাওয়াই গন্ধম। #হাওয়া #ঈভ #আদম #এডাম #স্বর্গ #গন্ধম
৩ হাজার বছর পর যখন ঈভ এর সাথে আমার প্রথম দেখা হলো,তখন তাঁকে জিজ্ঞেস করলাম তুমি কে?সে বললো আমি পৃথিবীর রহস্য, আমিই স্বর্গোদ্যান। #ঈভ #আদম
৩ হাজার বছর পর যখন ঈভ এর সাথে আমার প্রথম দেখা হলো,তখন তাঁকে জিজ্ঞেস করলাম তুমি কে?সে বললো আমি লিজা। #লিজা #ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী
আপনারা ঘটনাটা কী রকম শুনেছেন জানি না, তবে আসল ঘটনাটা আজ বলছি। আমি যখন স্বর্গ ভ্রমন করছিলাম, এমন সময় গেব্রিয়েল এসে বললো- ঈশ্বর আপনাকে তলব
আমি সেই নিষিদ্ধ গন্ধম, আমাকে খেলেই তুমি স্বর্গ থেকে উচ্ছেদ হবে। তাই আমাকে খাওয়ার কু-মন্ত্রণা দিবে ইবলিশ, সখি তুমি ইবলিশের কু-মন্ত্রণা থেকে মুক্ত থাকো। আমাকে
গালিব যখন স্বর্গে যেতে অস্বীকার করলেন, ঈশ্বর রাগে একজন অপ্সরীকে বললেন এটাকে নরকে ফেলে রেখে আসো।
গালিব পরক্ষনেই খুবই শীতল একটা জায়গায় নিজেকে আবিষ্কার করলেন, নিজের বস্ত্র বলতে একখানা নেংটি। তবুও মান-সম্মান রইলো, তিনি তো ভেবেছিলেন নরকে সবাই উলঙ্গই থাকবে।
রবি | সোম | ম | বুধ | বৃহ. | শু. | শনি |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)