ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

নদী

আমি নদী, আমারও সুরমার মত অজস্র নাম, অজস্র শাখা, অজস্র বাঁক।

যাইয়ো না সখি

যাইয়ো না যাইয়ো না সখি একলা সুরমার পাড়ে, পথে ঘাটে কত মানুষ! নজর লাগতে পারে।

খবর নিও

সুরমা ফাড়োর কইন্যা তুমি গার্দার ফাড়ো থাখো, আমি মইরলাম জল পিয়াসায় তার নি খবর রাখো।