Tag: সুরমা

  • নদী

    আমি নদী, আমারও সুরমার মত অজস্র নাম, অজস্র শাখা, অজস্র বাঁক।

  • যাইয়ো না সখি

    যাইয়ো না যাইয়ো না সখি একলা সুরমার পাড়ে,
    পথে ঘাটে কত মানুষ! নজর লাগতে পারে।

  • খবর নিও

    সুরমা ফাড়োর কইন্যা তুমি গার্দার ফাড়ো থাখো,
    আমি মইরলাম জল পিয়াসায় তার নি খবর রাখো।

  • তুমি আছো কই?

    সুরমার পাড়ে ঘুরে বেড়াবো সই…
    তুমি আছো কই…?