Tag: সুপ্রিয়া

  • সুপ্রিয়া

    প্রিয়তমেষু সুপ্রিয়া,

    তুমিও যখন ধান্দাবাজ-চাটুকার, কেমন করে স্বপ্ন দেখি ঘর বাঁধিবার?

    জয় কল্যাণীয়েষু

  • বাসনা

    প্রিয়তমেষু সুপ্রিয়া,
    তীব্র বাসনা ছিল কোনও এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় খোঁপায় গুঁজে দিয়ে মালতী ফুল তোমাকেই দেখবো সারা নিশী…
    – জয় কল্যানীয়েষু

  • অবহেলা

    কেন এই অবহেলা হে প্রিয়তমা,
    বাহিরে পূর্ণ চাঁদের তলে দখিনা বায়ুর তালে নৃত্য করে
    সর্গের অপ্সরা উর্বশী-সুপ্রিয়া-মেনকা।
    হৃদয়ের কপাটে খিল দিয়ে পাহারায় তুমি,
    ভিতরে আমি অন্ধকারে,
    আমাকে আলোতে ডেকে নাও।

    এসো হে প্রিয়তমা,
    স্নান করি এক সাথে পূর্ণ চাঁদের আলোতে।
    তুমি চাইলে সময়ের কি সাধ্য আছে
    আমায় রাখে বন্দী করে?

  • সুপ্রিয়া

    প্রিয়তমেষু সুপ্রিয়া,
    নিঃস্বার্থ ভালবাসা চাই, আছে কি তেমন স্বার্থহীন হৃদয়…?
    – জয় কল্যাণীয়েষু