Tag: সুনীল

  • কবি

    এসব রমনীরা আমাদের প্রতিটি মূহৃর্তকে কেড়ে নেয়,
    আমাদের চিন্তা-চেতনা-
    অবশেষে ছুঁড়ে ফেলে আস্তকুঁড়ে।

    আজ যে ছেলেটা মেধাবী-
    কাল সে হয়ে যায় মাদক সেবি,
    এভাবেই রমনীরা আমাদের
    অনুভূতি গুলো কেড়ে নেয়।
    আমাদের হাসি-কান্না।।

    অবশেষে ছুঁড়ে ফেলে গহীন শুণ্যে,
    আজ যে ছেলেটা সবচেয়ে সুখী-
    কাল সে হয়ে যায় দুঃখ ফেরারী।

    যে ছেলেটা ডাক্তার হবে-
    সেই হয় তো হয়ে গেলো রফিক আজাদ।

    এভাবেই বেড়ে চলে কবিদের ভীড়,
    এভাবেই হয়তো আমরা সুনীলদের ভীড়ে মিশে যাই।

  • রবি – নজরুল

    তুমি যখন রবীন্দ্রনাথ
    আমি নজরুল,
    তোমার যখন সবই সঠিক
    আমার সবই ভুল।
    আমি যখন কালোয় ডুবি
    তোমার প্রিয় সাদা,
    তার পরেও আরো আছেন
    তোমার পিসতুতো দাদা।
    আমি যখন হুমায়ুন
    তুমি সুনীল,
    আমার চোখে হলুদ সর্ষে
    তোমার আকাশ নীল।
    আমি যখন শুভ্র
    তুমি হিমুর পাগল,
    তুমি যখন সুস্থ
    আমার মাথায় গন্ডগোল।
    তোমার যখন প্রিয় জরি
    আমি তখন রুপা,
    আমি যখন শান্ত-শিষ্ঠ
    তুমি তখন ক্ষ্যাপা।
    আমি যখন নীলগীরি
    তুমি দার্জিলিং,
    তুমি যখন কই আর পুটি
    আমি শোল আর শিং।
    তোমার যখন চিকেন প্রিয়
    আমার প্রিয় মাটন,
    আমার যখন মশলা প্রিয়
    তোমার প্রিয় মাখন।
    আমার যখন কফি প্রিয়
    তোমার প্রিয় চা,
    যাতে তোমার সম্মতি
    তাতেই আমার না।
    এতো কিছুর পরেও কেন
    তোমার কাছে আসি?
    গোপন কথা, জানো না প্রিয়ে
    যা কিছু তোমার প্রিয় সবই ভালবাসি।