ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ
হয়তো কোনদিন তুমি আসবে,অথবা কোনদিন নয়।না এলেই ভালো,এলেইতো আবার তোমায় হারাবার ভয়।
ভয় নিয়ে বাঁচতে চাইনা-স্মৃতিটুকুই থাক,চাইনা আমি সুখের দিন-আসুক আবার যাক।
একেবারে জীবন তরে-আসতে যদি পারো,স্বপ্ন নয় সত্যি হয়ে-হাতটি আমার ধরো।