Tag: সুখ

  • এই কি সুখ?

    তার নিঃশ্বাস এর মৃদু শব্দও ও খোদা এতো মধুর কেন লাগে?
    তার চলে যাওয়া পথে হেঁটে যাওয়া হ্যাংলা কালো কুকুরটাকেও দেখে শ্রদ্ধা কেন জাগে?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

    যে বাচ্চা মেয়েটির থেকে সে গোলাপ কেনে,
    যে দোকান থেকে সে রোজ বাজার করে,
    যে কসাইর থেকে সে মাংস কেনে,
    তাদেরকে আমাার কেন এতো হিংসে হয়?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

    যে শহরে সে বসবাস করে,
    যে ব্যায়ামাগারে সে রোজ শরীরচর্চা করে,
    যে রূপচর্চা কেন্দ্রে সে চুল গোছাতে যায়,
    যে সৈকতে সে হাঁটতে ভালোবাসে,
    ও সবই আমার কেন আপন মনে হয়?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

  • দেখা যেন হয়

    পাইলে চিঠি উত্তর দিও
    এমন ভাবে উত্তর দিও
    সুখের কান্না হয়।

    সময় পাইলে দেখা দিও
    এমন সময় দেখা দিও
    বুকে মাথা রাখা যায়।

    খবর পাইলে বাড়ি আসিও
    এমন সময় বাড়ি আসিও
    শেষ দেখাটা হয়।

  • সহজ অংক

    তুমি আবার হাসতে পারো; এই তো গেলো বোঝা,

    আমিই ছিলাম সুখের কাঁটা; অংকটা বেশ সোজা।

  • ধন্যবাদ

    চোখের জল হয় না আর,
    ফারক্কায় শুকিয়ে গেছে সব।

    ধন্যবাদ হে মুজিব,
    ধন্যবাদ ইন্দিরাজী।
    তোমাদের দয়ায়,
    কত সুখী বঙ্গবাসী আজি।

  • আশ্রয়

    হ্যারে জিগাইলাম- আমার লাইগা জীবন দিবার পারবা?
    কয়- না, আমি তোমারে লইয়া একখান জীবন পার করবার চাই, মরণের কালে তোমারে লইয়াই মরবার চাই।

    #আশ্রয় #জীবন #মৃত্যু #মরণ #সুখ
  • আশ্রয়

    হ্যারে জিগাইলাম, তুমি কি বনলতা সেন হইবা?
    কয়- না, আমি তোমারে দুই দন্ডের সুখ দিবার চাই না। আজীবন তোমারে আগলাইয়া রাখুম।
    
    #আশ্রয় #বনলতাসেন #সুখ #জীবন
  • সুখ

    চল সখি,
    আরেকবার মান করি।
    আরেকবার তোকে ফিরে পাওয়ার,
    সুখে ভাসতে চাই।

    #সুখ #সখি #মান #চতুর্বেদ #দশকিয়া

  • তোমার মন ভালো হয়ে যাক

    তোমার মন খারাপের ক্ষণগুলো কেটে যাক আলোর গতিতে,
    সুখের ক্ষণ হোক বেহেস্তি শতবর্ষের সমান।
    
    #তোমার #মন #খারাপ #ক্ষণ #আলো #গতি #সুখ #বেহেস্ত #বর্ষ
  • সুখ

    দিন শেষে তোমার হাসিমুখ
    আমার হৃদয় জুড়ে সুখ।

    #দিন #মুখ #হাসি #হৃদয় #সুখ

  • কাঠগড়া

    সে যে আমারে লুচ্চা বানায়
    তারপর তোলে কাঠগড়ায়
    কী যে খেলে তার মন!
    
    কেমন যে এক ভ্যাজালে
    সে আমারে জড়ালে
    এখন শর্ষের ফুল দেখে দু'নয়ন।
    
    কী করেছি অপরাধ
    কী যে তাহার সাজা
    কিছুই কয় না মোরে।
    
    সারাক্ষনই সে ভয় দেখায়
    মাঝে মধ্যে বাঁচার আশায়
    মন চায় পালাই দূরে।
    
    তারপরেই মনে পড়ে
    এত্তো ভালোবাসি যারে
    তারে ছাড়া যায়!
    
    রোজই সে দিক না সাজা
    তাতে যদি সে পায় মজা
    সেখান থেকে সুখ নিলাম আমিও না হয়!
    
    #কাঠগড়া #লুচ্চা #ভ্যাজাল #শর্ষেফুল #ফুল #নয়ন #অপরাধ #সাজা #ভয় #আশা #ভালোবাসি #ভালোবাসা #সুখ #মন