ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

ভালোবাসা

রচনার দৈর্ঘ্যের চেয়ে বক্তব্যের গভীরতার মত;প্রেমের দৈর্ঘ্যের চেয়ে ভালোবাসার গভীরতাই আসল। তাই তোমার কপালের ছোট্র টিপ ক্ষণিকের তরে ভালোবেসেছি,এ ভালবাসার গভীরতা সীমাহীন।

বঙ্গভূমি

হৃদয়ের গহীনে-অতীব যতনে,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। অ থেকে চন্দ্রবিন্দু-শুণ্য থেকে অসীম সিন্ধু,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। আদি থেকে অন্ত-সীমা থেকে দিগন্ত,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। ভোরের আলোয়-রাতের কালোয়,রয়েছো তুমি-হে বঙ্গভূমি।