Tag: সিলেট

  • সেফুদা

    সেফুদা মদ খায় আর আমরা খাই
    বাম্পার ফলিত লিচু, পেয়ারা, আম কিংবা জাম
    সেফুদার মনে বেজায় কষ্ট
    বিপরীতে আমরা জানি না কষ্ট কাহার নাম!


    আমাদের তো বিটিভি আছে, আরো আছে একাত্তর কিংবা
    এবিসি রেডিও ভাই
    সেফুদার খালি ইউটিউব আর ফেসবুক আছে
    আর কোন বালই নাই।


    সেফুদা যে দেশে ভিক্ষা করে
    ভাতের অভাবে মদ খেয়ে টাল-মাতাল
    সে দেশ কি ভাই আমাদের মত!
    আমাদের দেশ তো প্রথম ডিজিটাল


    সেফুদা তুমি মদ খেয়ো না, মানুষ হয়ো না
    আগে বাঙ্গালী হও
    দীক্ষা যদি লাগে তবে একবার পূণ্যভূমি সিলেট ভ্রমণে যাও


    সেখানে ৩৬১ আউলিয়া আছেন; বাবা শাহ জালাল-শাহ পরাণ
    আর আছেন শাহ ইকবাল
    তাহার কাছে দীক্ষা নিয়া হও খাঁটি বাঙ্গালী মাল।

  • ভালবাসা এক্সপ্রেস

    ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের দৃশ্য-
    বি২ তে বসে আছেন সুন্দরী এক রমনী, বেশ পরিপাটি গোছানো রমনীকে দেখে যেকোন পুরুষই প্রেমে পড়তে বাধ্য। বি১ এ বসে থাকা তার প্রেমিক পুরুষটি প্রেমিকার উপর প্রচন্ড অখুশী কারন সুন্দরী কেন যেন বারবার ডি৩ তে থাকা যুবকের দিকে কেমন করে তাকাচ্ছে।
    যুবকও বিষয়টা আঁচ করার পর থেকে তাদের মধ্যে চোখে চোখে কথা হচ্ছে।
    বাসের যে ক’জন যাত্রী বিষয়টা খেয়াল করেছেন তাদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে, কানাঘুষাকে কলরবে পরিনত করে এক সময় সুন্দরী রমনী উঠে এসে যুবকের পাশে বসল।

    যাত্রা শেষে জানা গেলো মেয়েটা গোয়েন্দা পুলিশ আর যুবক ইয়াবা ব্যবসায়ী।

  • খুঁজে পাবো না

    মেয়েটার বাবা আর্মিতে ছিলেন, সিলেট সেনানিবাসে কোয়ার্টার পাওয়ায় মা, বড় বোন আর ছোট ভাইয়ের সাথে বাবার কাছে যাচ্ছে তারা।

    আমি ঢাকা থেকে বাড়ী যাচ্ছি, সময় ২০০০-২০০১ হবে, ট্রেনে সামনাসামনি সিট।
    আমার পাশে এক ব্যবসায়ী বসে আছেন, তিনি টিকেট পান নাই, তবে সিস্টেম করে সিটটা দখল করে বসে আছেন।

    সকাল বেলা কদমতলী নেমে যে যার মত চলে গেলাম, তাকে আর খুঁজে পাবো না জেনেও একদিন আমি ক্যান্টনমেন্ট গেছিলাম।

  • এলিয়েন এটাকঃ সিলেট

    জ্বী, অনেকেই শুনে থাকবেন গতকাল হঠাৎ সিলেট শহর অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে এবং অদ্ভূত একটি শব্দ হয়; আর যারা সিলেটে আছেন তারা তো ব্যপারটা নিজেরাই উপলব্ধি করেছেন। অনেকেই বলছেন হঠাৎ বাংলাদেশে কেন এলিয়েন আসবে? এর উত্তরটা একটু লম্বা, ধৈর্য্য সহকারে পড়ুন-

    ১। আমরা অতিথী পরায়ন জাতি এটা ইউনিভার্সাল ট্রুথ, এলিয়েনরাও তা জানে। কিন্তু এতোদিন আমরা ছিলাম নিম্ন আয়ের দেশ, তাই এলিয়েনরা আমাদের খরচ বাড়ানোর পক্ষে ছিল না। এখন আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি, তবে সে জন্যও তারা আমাদের দেশে আসে নি।

    ২। তারা এতোদিন আমেরিকাতেই আসতো, হলিউডের সিনেমাগুলোতে আমরা তা দেখেছি। কিন্তু সম্প্রতি ট্রাম্পের বেশ কিছু নিষেধাজ্ঞার তালিকায় ভিন গ্রহের বাসিন্দারাও ছিল।

    এই দুইটা বিষয় মিলিয়ে তারা সিদ্ধান্ত নেয় বাংলাদেশে আসার, গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে এলিয়েনের প্রথম স্পেসশীপটি সিলেটে অবতরণ করে।

    Bangladesh Space Research and Remote Sensing Organization (SPARRSO) চেয়ারম্যান দেলোয়ার বখত এ বিষয়ে বলেন “মূলত পরবাসিনী সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ই এপ্রিল, তার জন্যই শুভেচ্ছা জানাতে তারা এসেছিলেন। ফিরে যাওয়ার আগে তারা দেশের সকল সিনেমা প্রেমী মানুষদের দলে-বলে-হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করেন এবং বাংলাদেশের সিনেমায় তাদেরকে নিয়ে পজিটিভ চরিত্র হিসেবে দেখানোর জন্য পরবাসিনীর পরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন”। ♥

     

    #পরবাসিনী