Tag: সিন্ডিকেট

  • আবুলের দেশে

    এতোদিন বেশ ভালই চলছিল কিন্তু সেদিন ছিল মফিজের জন্য কুফা, মফিজ ধরা খেয়ে গেল। মফিজের কুকীর্তির প্রমান স্বরুপ বেশ কিছু স্ক্রিনশট চলে এলো সোশ্যাল নেটওয়ার্কে।

    কয়েক ঘন্টার মধ্যে বেশ কয়েক জন মুখ খুললো। এতোদিন তারা মফিজ ও তার সিন্ডিকেটের কুকীর্তির শিকার হলেও স্বাক্ষী প্রমানের অভাবে প্রকাশ করতে পারছিল না।

    রাত ৮ টা ২৪ মিনিটে ফেসবুক সেলিব্রেটি আবুলের স্ট্যাটাস থেকে জানা গেলো আনুমানিক সন্ধ্যা ৭টায় মফিজকে এলাকার চায়ের দোকান থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, তাদের কাছে যথেষ্ট স্বাক্ষী-প্রমান আছে যে, মফিজ ঘুষ খায় না। সেই সাথে সে তার অন্যান্য কলিগদের ঘুষ না খেতে উৎসাহ দেয়।

    আমরা কাল মফিজকে আদালতে তুলবো, মাননীয় আদালতের কাছে তার ১২ দিনের ডিম থেরাপীর আবেদন করবো। আশা করি আমরা মফিজের মুখ থেকে বেশ চাঞ্চল্যকর তথ্য বের করতে পারবো।

  • সিন্ডিকেট

    শুনলাম তুমিও নাকি যোগ দিয়েছো সিন্ডিকেটে,
    ভালবাসা করছো জমা সিন্দুকেতে?

    বুঝতে যদি করছো কী পাপ! বুঝে-শুনে,
    ভালবাসা করতে আপন গুনে-গুনে।
    বুঝবে ঠিকই চোর পালাবে যেদিন ঘরে সিঁদ কেটে।

    কত মানুষ প্রেম না পেয়ে মরছে হাটে-মাঠে,
    কত মানুষ যাচ্ছে বিদেশ জল পথে।