ভাটিতে সমুদ্র যদিও,
আমার গন্তব্য-
তুমি পাহাড়।
সখি, তাই তো আমার-
এই উজানে সাঁতার।
#গন্তব্য #ভাটি #সমুদ্র #সখি #পাহাড় #উজান #সাঁতার #দশকিয়া #পঞ্চখন্ড
Tag: সাঁতার
-
গন্তব্য
-
তোমার চোখে
সখি তোমার চোখের দিকে তাকিয়ে আমি
ভুল করে যাই খুব,
সাঁতার কাটতে যেয়ে তোমার প্রেমে দেই
ইচ্ছে মত ডুব।