পাইলে চিঠি উত্তর দিও
এমন ভাবে উত্তর দিও
সুখের কান্না হয়।
সময় পাইলে দেখা দিও
এমন সময় দেখা দিও
বুকে মাথা রাখা যায়।
খবর পাইলে বাড়ি আসিও
এমন সময় বাড়ি আসিও
শেষ দেখাটা হয়।
পাইলে চিঠি উত্তর দিও
এমন ভাবে উত্তর দিও
সুখের কান্না হয়।
সময় পাইলে দেখা দিও
এমন সময় দেখা দিও
বুকে মাথা রাখা যায়।
খবর পাইলে বাড়ি আসিও
এমন সময় বাড়ি আসিও
শেষ দেখাটা হয়।
সময়টাই খেয়ে দিল সব,
অথচ আরো শ’খানেক বছর আমার কিশোর মন খেলা করতে চায়।
নির্জন একস্থানে এক ভদ্রলোক দেখলেন একজন নারীকে ধর্ষণ চেষ্টা করছে একজন পুরুষ…
তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখলেন কিন্তু কোন প্রতিরোধ করলেন না বিপদের ভয়ে…
অবশেষে লোকালয়ে এসে তিনি তা প্রচার করতে লাগলেন…
এবং সেই ধর্ষক প্রতিশোধ নিতে তার পিছনে লেগে গেল… এবং ধর্ষিতা নারী ধর্ষণে সহায়তার মামলা ঠুকে দিলো…
শিক্ষাঃ প্রতিবাদ হোক বা প্রতিরোধই হোক, তা সময়েই করতে হয়। অন্যথায় তার পরিণাম খারাপই হয়।