ভাটিতে সমুদ্র যদিও,
আমার গন্তব্য-
তুমি পাহাড়।
সখি, তাই তো আমার-
এই উজানে সাঁতার।
#গন্তব্য #ভাটি #সমুদ্র #সখি #পাহাড় #উজান #সাঁতার #দশকিয়া #পঞ্চখন্ড
Tag: সমুদ্র
-
গন্তব্য
-
তুমি হাসলে
তুমি হাসলে আমার পৃথিবী হয়ে ওঠে আটলান্টিকের মতো উত্তাল,
আর তুমি কাঁদলে আমার পৃথিবী আটলান্টিসের মতো হারিয়ে যায় গভীর জলে।#তুমি #হাসি #পৃথিবী #আটলান্টিক #উত্তাল #কান্না #আটলান্টিস #জল #সমুদ্র
-
উত্তর-দক্ষিন
সখি, তোমার বাড়ীর উত্তরের রাস্তায় প্রেম ছিটাইলাম
আর তুমি কিনা প্রেম খুঁজে যাও দক্ষিনের সমুদ্রে!
#সখি #প্রেম #উত্তর #দক্ষিন #সমুদ্র #রাস্তা -
সাধ
সাধ ছিল একবার তোমায় ছুঁয়ে দেখব……
অন্ধকারাচ্ছন্ন রাত্রির নেয় কৃষ্ণকায় চোখ……
ধনুকের মত বাঁকা হাসি……
আর মায়াময় নগ্ন হাত……সাধ ছিল একবার তোমার স্বাদ নেব…….
মুক্ত দানার মত চোখের নোনা জল…..
বুকের মৃদু ঘামের গন্ধ……
আর ভুবন ভোলানো ঠোঁট……..সাধ ছিল একবার তোমায় স্বপ্নে দেখব……
বিশাল সমুদ্রের পাড়ে শুধু তুমি আর আমি…..
অসীম আকাশে উড়ন্ত চিল…..
আর ঝর্ণার জলে চপলা হরিণী…….