আবার বসন্ত আসার আগে-
প্যালেস্টাইন স্বাধীন হওয়ার আগে-
কিংবা পৃথিবীর শেষ যুদ্ধটা শেষ হওয়ার আগে-
যেন কোন কবির মৃত্যু না হয়,
যেন কোন শিশুর মৃত্যু না হয়।
এতোটুকু যদি করতে না পারো,
তাহলে তুমি ঈশ্বরের পদ ছেড়ে দাও।
আবার বসন্ত আসার আগে-
প্যালেস্টাইন স্বাধীন হওয়ার আগে-
কিংবা পৃথিবীর শেষ যুদ্ধটা শেষ হওয়ার আগে-
যেন কোন কবির মৃত্যু না হয়,
যেন কোন শিশুর মৃত্যু না হয়।
এতোটুকু যদি করতে না পারো,
তাহলে তুমি ঈশ্বরের পদ ছেড়ে দাও।
মিসেস ঘুমায়, আমি জেগে- জেগে পাহারা দেই। তার কপালে চুমু খাই, ঠোঁটে দেই কার্বন ডাইঅক্সাইডের ঢেউ। শিট! কী করছি আমি! হে পৃথিবীবাসী তোমরা যেন দেখো নি কিছু কেউ। #মিসেস #ঘুম #পাহারা #কপাল #চুমু #ঠোঁট #কার্বনডাইঅক্সাইড #ঢেউ #পৃথিবী #দশকিয়া #সপ্তর্ষী