ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

ভরসা

সন্ধ্যা, মোমের বাতি,জানালায় খেক শেয়ালের হাঁক,ভয়ার্ত তোমার বদনখানি পরম- ভরসায়,আমার বুকে সারাটি জনম থাক।

সন্ধ্যা

প্রিয়তমেষু সন্ধ্যা, আরেকটু ক্ষণ থাকো পাশে- ভালোবাসিবার দাও আরেকটু সময়। #সন্ধ্যা #ভালোবাসা #প্রিয়তমেষু #একলাইনেরচিঠি

একটা সন্ধ্যা চাই

প্রতিদিন সন্ধ্যার পরে যখন ডিএমপিআই এর সামনের রাস্তা দিয়ে রিক্সায় চড়ে আসি, তখন নিম গাছগুলোর নিচে জুটি বাঁধা প্রেমিক-প্রেমিকাদের চটপটি খাওয়া দেখে সত্যিই হিংসা হয়।

এক সন্ধ্যার প্রেম

প্রিয়তমেষু মালিহা,এসো একটা সন্ধ্যা প্রেম করি, তারপর না হয় ভুলেই গেলে।– জয় কল্যাণীয়েষু

মুখোমুখি

দুই কাপ কফিআবার হবে সখি,আবার কোন দিনতুমি-আমি আর সন্ধ্যা মুখোমুখি।

ভরসা

সন্ধ্যা, মোমের বাতিজানালায় খেক শেয়ালের হাঁক,ভয়ার্ত তোমার বদনখানি পরম ভরসায়আমার বুকে সারাটি জনম থাক।

বাসনা

প্রিয়তমেষু সুপ্রিয়া, তীব্র বাসনা ছিল কোনও এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় খোঁপায় গুঁজে দিয়ে মালতী ফুল তোমাকেই দেখবো সারা নিশী… – জয় কল্যানীয়েষু

মিথ্যে গল্প

ভালবাসা চাইনাকো আর ভালবাসতে চাইনা,তোমার জন্য একটুক্ষন ও রাত জাগিতে চাইনা।উপোষ করে তোমার জন্য শুভ কামনা,এখন আমার ভিষণ ক্ষিধে উপোষ পারিনা। হিঁদুর ছেলে নইকো আমি

তোমাকে চাই

সকালের নাস্তায় তোমাকে চাই, সন্ধ্যা আরতিতে তোমাকে চাই, মাঝরাতে দুঃস্বপ্নেও তোমাকে চাই প্রিয়তমা।

ধ্যাত্তেরি!

ধ্যাত্তেরি! লাগছে না ভাল কিছুই, কি যে করি! সকাল হয় না, সন্ধ্যা হয় না, হয় না রাত-দিন। কেউ করে না শোধ, কেউ করে না ঋণ।।