সন্ধ্যা, মোমের বাতি,
জানালায় খেক শেয়ালের হাঁক,
ভয়ার্ত তোমার বদনখানি পরম- ভরসায়,
আমার বুকে সারাটি জনম থাক।
Tag: সন্ধ্যা
-
ভরসা
-
সন্ধ্যা
প্রিয়তমেষু সন্ধ্যা, আরেকটু ক্ষণ থাকো পাশে- ভালোবাসিবার দাও আরেকটু সময়। #সন্ধ্যা #ভালোবাসা #প্রিয়তমেষু #একলাইনেরচিঠি
-
একটা সন্ধ্যা চাই
প্রতিদিন সন্ধ্যার পরে যখন ডিএমপিআই এর সামনের রাস্তা দিয়ে রিক্সায় চড়ে আসি, তখন নিম গাছগুলোর নিচে জুটি বাঁধা প্রেমিক-প্রেমিকাদের চটপটি খাওয়া দেখে সত্যিই হিংসা হয়।
সখি, এসো একটা সন্ধ্যা প্রেম করি,
তারপর না হয় ভুলেই গেলে! -
এক সন্ধ্যার প্রেম
প্রিয়তমেষু মালিহা,
এসো একটা সন্ধ্যা প্রেম করি, তারপর না হয় ভুলেই গেলে।
– জয় কল্যাণীয়েষু -
মুখোমুখি
দুই কাপ কফি
আবার হবে সখি,
আবার কোন দিন
তুমি-আমি আর সন্ধ্যা মুখোমুখি। -
ভরসা
সন্ধ্যা, মোমের বাতি
জানালায় খেক শেয়ালের হাঁক,
ভয়ার্ত তোমার বদনখানি পরম ভরসায়
আমার বুকে সারাটি জনম থাক। -
বাসনা
প্রিয়তমেষু সুপ্রিয়া,
তীব্র বাসনা ছিল কোনও এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় খোঁপায় গুঁজে দিয়ে মালতী ফুল তোমাকেই দেখবো সারা নিশী…
– জয় কল্যানীয়েষু -
মিথ্যে গল্প
ভালবাসা চাইনাকো আর ভালবাসতে চাইনা,
তোমার জন্য একটুক্ষন ও রাত জাগিতে চাইনা।
উপোষ করে তোমার জন্য শুভ কামনা,
এখন আমার ভিষণ ক্ষিধে উপোষ পারিনা।হিঁদুর ছেলে নইকো আমি মন্দিরে যাই তবু,
ঢের হয়েছে এমনটা, আর হবেনা কভূ।গঙ্গার জলে কত যে পুজোয় ঢেলেছি জবা ফুল,
আজ এসেনা বুঝলাম আমি সব হয়েছে ভুল।হিঁদুর ঘরে যায়না যাওয়া, বন্ধ দরজা বেদ’এ,
সব দরজা বন্ধ এখন কি লাভ হবে কেঁদে।তাই কাঁদিনা, রাত জাগিনা, বাসিনা তোমায় ভাল,
সন্ধ্যা হলো ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালো।মসজিদে যাই আযান হলো, নামাজ পড়ি গিয়ে,
তোমায় ভুলে থাকতে চাই আমার আমি নিয়ে। -
তোমাকে চাই
সকালের নাস্তায় তোমাকে চাই,সন্ধ্যা আরতিতে তোমাকে চাই,মাঝরাতে দুঃস্বপ্নেও তোমাকে চাই প্রিয়তমা। -
সন্ধ্যা
সন্ধ্যা এলো আন্ধার নিয়া,
তোমার হাতে যন্ত্রণা।
সন্ধ্যার হাত ধরবো আজ,
তোমার হাত ধরবোনা।