ঈশান কোণে তাকিয়ে দেখো সই…
চাঁদটা কেমন উদাসে বলে-
“এমন বসন্ত দিনে তোমার সঙ্গের সাথী কই…?”
Tag: সঙ্গী
-
বসন্ত
-
বোঝ না
তুমি জঙ্গি ভাল বোঝ,
সঙ্গী বোঝ না। -
কষ্ট তুমি
আমি তো ফেলেই এসেছিলাম সে রথ,
একাই চলবো বলে বেছেছিলাম নির্জন এ পথ।
তুমি কেন ডেকে নিলে,
সঙ্গী হলে?বিশ্রামের অযুহাতে একা রাখো,
এ যে কেমন কষ্ট তুমি জানো না তো!