ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

চলো পালাই

চলো সখি লকডাউনের এই জেলখানা থেকে দূরে কোথাও পালাই, কুতুবদিয়ায় বা নারিকেল জিঞ্জিরায় গিয়ে সংসার সাজাই।

বহুগামী

সখি তুমি খাদিজার মত বহুগামী না হও, আমিও না হই বদরুলের মত খুনী। দু’জনা হই দু’জনার, আমাদের হোক লাল-নীল সুখের সংসার।