Tag: ষড়যন্ত্র

  • বিচার চাই

    মানুষ হতে চাই নি কখনো,
    তবু ঈশ্বর ও রমণীর ষড়যন্ত্রে এ মনুষ্য জনম।
    তোদের এ মনুষ্য শহরে আমি বড়ই বেমানান,
    তাই ঈশ্বরের আদালতে বিচার চাই-
    ঈশ্বর ও রমণীর।
    অথবা পুনঃ জনম চাই-
    সাদা বক বা খেক শেয়াল হয়ে।।