পাগলামী ও ভন্ডামির মোহনা আমি,
আমিই ঈশ্বর ও শয়তানের মিলনস্থল।
গন্ধম ভক্ষণকালে আমিই সেই স্বাক্ষী,
আমিই মানব সভ্যতার স্বর্গচ্যুতির কারন।
আমিই সাধু, আমিই চোর।
আমিই আর্য্য আবার আমিই অসুর।
আমাতেই হাবিল, আমিই কাবীল।
আমার মাঝেই ঈসা আসে, আমাতেই দাজ্জাল।
সখি, আমার ভন্ডামির সব দায় নিয়ে
আমার সাধুতার দাবী ত্যাগ করে
তোমাদের এই সুন্দর শহর ত্যাগ করছি।
Tag: শয়তান
-
দ্বিচারী
-
নিষিদ্ধ গন্ধম
আমি সেই নিষিদ্ধ গন্ধম, আমাকে খেলেই তুমি স্বর্গ থেকে উচ্ছেদ হবে।
তাই আমাকে খাওয়ার কু-মন্ত্রণা দিবে ইবলিশ, সখি তুমি ইবলিশের কু-মন্ত্রণা থেকে মুক্ত থাকো। আমাকে দেখা মাত্রই বলবে-
আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম
#ইবলিশ #উচ্ছেদ #গন্ধম #নিষিদ্ধ #শয়তান #সখি #স্বর্গ
-
অনুভূতি
কারো ধর্মে অনুভূতি খুব, আবার কারো মূর্তিতে।
উভয় অনুভূতিওয়ালারাই শয়তানের সহচর।