Tag: শেষ

  • দেখা যেন হয়

    পাইলে চিঠি উত্তর দিও
    এমন ভাবে উত্তর দিও
    সুখের কান্না হয়।

    সময় পাইলে দেখা দিও
    এমন সময় দেখা দিও
    বুকে মাথা রাখা যায়।

    খবর পাইলে বাড়ি আসিও
    এমন সময় বাড়ি আসিও
    শেষ দেখাটা হয়।

  • গল্পটা শেষ

    হে তাইরে বালা ফায়, তাই জানে না।
    
    #গল্প #শেষ #হে #তাই #বালা #ভালোবাসা #একাশশী #দশকিয়া