ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ
আমার পরিয়ে দেয়া নুপুর সে খুলে রেখেছে,
সম্ভবতঃ তার কাছে সেটা শেকল মনে হয় বলে।
অথচ সে জানে না ভালোবাসা-
নুপুরের চেয়ও কঠিন শেকল।