Tag: শহর

  • এই কি সুখ?

    তার নিঃশ্বাস এর মৃদু শব্দও ও খোদা এতো মধুর কেন লাগে?
    তার চলে যাওয়া পথে হেঁটে যাওয়া হ্যাংলা কালো কুকুরটাকেও দেখে শ্রদ্ধা কেন জাগে?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

    যে বাচ্চা মেয়েটির থেকে সে গোলাপ কেনে,
    যে দোকান থেকে সে রোজ বাজার করে,
    যে কসাইর থেকে সে মাংস কেনে,
    তাদেরকে আমাার কেন এতো হিংসে হয়?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

    যে শহরে সে বসবাস করে,
    যে ব্যায়ামাগারে সে রোজ শরীরচর্চা করে,
    যে রূপচর্চা কেন্দ্রে সে চুল গোছাতে যায়,
    যে সৈকতে সে হাঁটতে ভালোবাসে,
    ও সবই আমার কেন আপন মনে হয়?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

  • অগোছালো প্রেম

    আমাদের ফের দেখা হবে প্রিয়তমেষু, ফের কোন এক কনকনে শীতের সন্ধ্যায় আমরা খালি পায়ে বের হয়ে যাবো হুড খোলা রিকসায়।

    দামী রেস্তোঁরায় এমন অগোছালো এবড়োথেবড়ো প্রেমিক জুটি এর আগে পৃথিবী একবারই দেখেছিলো সেই ২০২২ এর নভেম্বরে, তাই শহর জুড়ে কানাঘুষা শুরু হবে আমাদের নিয়ে।

    গোটা শহর জেনে যাবে তাদের প্রেম এখনো অম্লান, এখনো শীতের ভোরে এই পাগল প্রেমিক জুটি অক্সিজেন মোড়ে হুদাই হাঁটতে যায় নাস্তা খাওয়ার বাহানায়।

  • গোলাপের গন্ধ

    তাহার জন্য জুতো জোড়া,
    তাহার জন্য কদম গাছের ডাল,
    তাহার জন্য সকাল বেলার-
    পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল।

    তাহার জন্য রঙ্গিন সুতো,
    নাটাই ছেঁড়া ঘুড়ি,
    এতো কিছুর পরেও ক্যান-
    মন দিবি না ছুঁড়ি?

    মন দিবি না ভাল কথা-
    ক্যান দেহের লেনাদেনা?
    এতো শহর ঘুরছি আমি-
    খুঁজছি শুধু,
    সেই সে আপনজনা।

    যার বুকে তে মাংস নয়-
    শুধু গোলাপের গন্ধ,
    তারে পেলেই আমার যাত্রা-
    করবো এবার বন্ধ।

  • তোমার শহরে এসেছে নতুন পাগল

    চিকা মারার ঔষধ বিক্রেতার বেশে-
    একদিন হানা দিবো তোমার দেশে।
    তোমার শহরের অলিগলি ঘুরে-
    একদিন ঠিকই খুঁজে পাবো তোমারে।

    #শহর #পাগল #চিকা #ঔষধ #বিক্রেতা #দেশ #অলিগলি #চতুর্বেদ #দশকিয়া

  • ফ্যান

    শহরের সবচেয়ে হাবাগোবা মেয়েটাও ইমরান হাসমির ফ্যান।

  • সুদিনের প্রতীক্ষা

    সখি, বিরহের এ প্রহর ক্ষণিকের-
    এই মহামারি কেটে যাবে,
    তোমার শহরে হুড খোলা রিক্সায়-
    ভিজবো দু’জন ঝুম বৃষ্টিতে।

  • ভালবাসি ভালবাসি

    হারিয়ে যাবো বলেই এ শহরে এসেছি,
    যাবার আগে রুপসী তোমাকে ভালবাসি বলতে চাই।

    #ভালোবাসা #রুপসী #শহর

  • সার্টিফিকেট

    একাডেমিক সার্টিফিকেট কিছু না, রবীন্দ্রনাথ-আইনস্টাইন পড়ালেখা না করেই হ্যান করেছেন-ত্যান করেছেন এইসব গত শতাব্দীর শান্তনা বানী এই শতাব্দীতে দিবেন না দয়াকরে।
    এসএসসি, এইচএসসি, অনার্স, মাষ্টার্সের সার্টিফিকেটের বোঝার সাথে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যার চেয়ে এইচএসসিতে আত্মহত্যাই উত্তম, এসএসসিতে কিংবা জেএসসিতে করা সর্বোত্তম বলে মনে করি।
    বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে, তবে মানুষ থাকবে দরিদ্র।
    শতভাগ শিক্ষিত হবে, তবে চাকুরীর বাজারে টিকবে না।
    নারীর ক্ষমতায়ন হবে, কিন্তু ধর্ষণ কমবে না।
    গ্রামগুলো সব শহর হয়ে যাবে, কিন্তু মানুষগুলো খাবার পাবে না।

  • জাতিস্মর

    একই শহরে-

    একই মহল্লায় আমাদের বসত,

    অথচ চিনি না তোমায়।

    দেবী, যেন সহস্র মাইল দূরে-

    সহস্র পূর্ব বর্ষ-

    আমাদের ছিলো না পরিচয়।

    সহস্র বর্ষ পরে অপরিচিতা,

    তোমায় কেন আজ-

    বড্ড চেনা মনে হয়?

    কেন আজ রক্তেরা আন্দোলিত-

    হয় তোমার জন্য

    হৃদয়ের শিরায় শিরায়।

    #চতুর্বেদ#দশকিয়া#দেবী#জাতিস্মর

  • আফিম

    চাইলে তো শহরের সবগুলো মেয়ের মনে আফিমের মত নেশা ধরিয়ে দিতে পারি,
    শুধু তোমায় ভালবাসি বলে ফিরেও তাকাই নি কারো দিকে।