গোলাপের গন্ধ
তাহার জন্য জুতো জোড়া,তাহার জন্য কদম গাছের ডাল,তাহার জন্য সকাল বেলার-পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল। তাহার জন্য রঙ্গিন সুতো,নাটাই ছেঁড়া ঘুড়ি,এতো কিছুর পরেও ক্যান-মন দিবি
তাহার জন্য জুতো জোড়া,তাহার জন্য কদম গাছের ডাল,তাহার জন্য সকাল বেলার-পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল। তাহার জন্য রঙ্গিন সুতো,নাটাই ছেঁড়া ঘুড়ি,এতো কিছুর পরেও ক্যান-মন দিবি
চিকা মারার ঔষধ বিক্রেতার বেশে-একদিন হানা দিবো তোমার দেশে।তোমার শহরের অলিগলি ঘুরে-একদিন ঠিকই খুঁজে পাবো তোমারে। #শহর #পাগল #চিকা #ঔষধ #বিক্রেতা #দেশ #অলিগলি #চতুর্বেদ #দশকিয়া
শহরের সবচেয়ে হাবাগোবা মেয়েটাও ইমরান হাসমির ফ্যান।
সখি, বিরহের এ প্রহর ক্ষণিকের-এই মহামারি কেটে যাবে,তোমার শহরে হুড খোলা রিক্সায়-ভিজবো দু’জন ঝুম বৃষ্টিতে।
হারিয়ে যাবো বলেই এ শহরে এসেছি,যাবার আগে রুপসী তোমাকে ভালবাসি বলতে চাই। #ভালোবাসা #রুপসী #শহর
একাডেমিক সার্টিফিকেট কিছু না, রবীন্দ্রনাথ-আইনস্টাইন পড়ালেখা না করেই হ্যান করেছেন-ত্যান করেছেন এইসব গত শতাব্দীর শান্তনা বানী এই শতাব্দীতে দিবেন না দয়াকরে।এসএসসি, এইচএসসি, অনার্স, মাষ্টার্সের সার্টিফিকেটের
একই শহরে- একই মহল্লায় আমাদের বসত, অথচ চিনি না তোমায়। দেবী, যেন সহস্র মাইল দূরে- সহস্র পূর্ব বর্ষ- আমাদের ছিলো না পরিচয়। সহস্র বর্ষ পরে
চাইলে তো শহরের সবগুলো মেয়ের মনে আফিমের মত নেশা ধরিয়ে দিতে পারি, শুধু তোমায় ভালবাসি বলে ফিরেও তাকাই নি কারো দিকে।
“দেশ স্বাধীন করেছিল গ্রাম্য চাষা ভুষা মানুষজন, বেশীরভাগ শহুরে মানুষ শহর ছেড়ে পালিয়ে গ্রামে আশ্রয় নিয়েছিল” এতোটুকুর পক্ষে অনেক দলিল আছে। গ্রাম্য চাষা ভুষা মানুষ তথাকথিত
দীঘির জলে প্রেম ডুবিয়ে চায়ের মত খাই, আমাদের এই ক্ষুধাতুর শহরে প্রেম বলে কিছু নাই।
রবি | সোম | ম | বুধ | বৃহ. | শু. | শনি |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)