শখি, তোমারে ছাড়াই তো পার করে এলাম দীর্ঘ্য ২৮টি বসন্ত…
শখি, তোমারে ছাড়াই তো পার করে এলাম দীর্ঘ্য ২৮টি বসন্ত…
কারো কাছে চাঁদ ধরোনের ফাঁদ আছে?
শখির জন্য রাইখ্যা দিতাম,
শখি আমার দেশে আইলে
তার কপালে আঁইক্যা দিতাম।
ভোর তো আর হয় না শখি…
আমি এখন অন্ধকারেই থাকি…