Tag: রিয়াজ

  • তুমি চাইলে

    তুমি চাইলে বুনো ঘাস হবো
    তুমি চাইলে ডাহুক
    তুমি চাইলে রাখাল হবো
    তুমি চাইলে মাহুত

    তুমি চাইলে ভিলেন হবো
    তুমি চাইলে নায়ক
    তুমি চাইলে সুরকার হবো
    তুমি চাইলে গায়ক

    তুমি চাইলে সালমান হবো
    তুমি চাইলে রিয়াজ
    তুমি চাইলে রসুন হবো
    তুমি চাইলে পিঁয়াজ

    একবার শুধু চেয়ে দেখো প্রিয়তমেষু,
    তুমি চাইলেই হতে পারি কল্কি,
    তুমি চাইলে যিশু।