Tag: রিক্সা

  • সুদিনের প্রতীক্ষা

    সখি, বিরহের এ প্রহর ক্ষণিকের-
    এই মহামারি কেটে যাবে,
    তোমার শহরে হুড খোলা রিক্সায়-
    ভিজবো দু’জন ঝুম বৃষ্টিতে।

  • একটা সন্ধ্যা চাই

    প্রতিদিন সন্ধ্যার পরে যখন ডিএমপিআই এর সামনের রাস্তা দিয়ে রিক্সায় চড়ে আসি, তখন নিম গাছগুলোর নিচে জুটি বাঁধা প্রেমিক-প্রেমিকাদের চটপটি খাওয়া দেখে সত্যিই হিংসা হয়।

    সখি, এসো একটা সন্ধ্যা প্রেম করি,
    তারপর না হয় ভুলেই গেলে!