Tag: রাত

  • ওয়াদা পালন

    প্রিয়তমেষু নিশী,
    এখন আমি আর রাত জাগি না।
    – জয় কল্যাণীয়েষু।

  • শতাব্দী

    রাতের পর রাত, শতাব্দীর পর শতাব্দী জেগে ছিলাম তুমি দেখলে না তা,
    তোমায় স্বপ্নে খুঁজতে যখন চোখ বন্ধ করলাম তখনই ভাবলে ঘুমিয়ে পড়েছি।

    প্রিয়তমেষু, আমার বন্ধ চোখ দেখলে… সে চোখের স্বপ্ন দেখলে না।

  • অষ্টদশী

    তুমি আমার অষ্টদশী প্রেমিকা হবে?
    রোজ রাতে চুপিসারে তোমার জানালায় রেখে যাব নীল জোনাকী-
    রোজ ভোরে এনে দেব দোয়েলের গান।

  • কলঙ্ক

    বহুদিন পর…
    চাঁদের হাটে আবার মেলা বসবে,
    চাঁদের আবার কলঙ্ক হবে।

    রাত ৯.৩৩, ১১ শ্রাবণ ১৪২১

  • ধ্যাত্তেরি!

    ধ্যাত্তেরি!
    লাগছে না ভাল কিছুই,
    কি যে করি!

    সকাল হয় না, সন্ধ্যা হয় না,
    হয় না রাত-দিন।
    কেউ করে না শোধ,
    কেউ করে না ঋণ।।

    কারো চোখে ঘুম নেই,
    স্বপ্ন দেখে না কেউ।
    রাধা যায় না জলে তাই,
    যমুনায় নেই ঢেউ।।

    আকাশ হয় না চুরি,
    মেঘ দেয় না উঁকি।
    সূর্য্য গেছে চাঁদের বাড়ি,
    চাঁদ দিয়েছে ফাঁকি!!

    কাদের সাথে আমার পিরিত,
    ঝগড়া কাদের সাথে!
    তাদের কেউ কাছে নাই,
    সবাই আপন পথে।।

    সব কিছুই ওলট-পালট,
    সবখানেই গন্ডগোল।
    কাব্য করা মহা পাপ;
    তাই, অন্য কোন গল্প বল।।

    গোলাপগুলো ফুটছে না আর,
    হেমন্তও আসে না।
    শিউলী ফুল রাতের আঁধার,
    এখন ভালবাসে না।।