ঠোঁট খেতে মন চাইছে, আইসক্রিম কামড়ে খাওয়ার মত করে- গোলাপের মত রক্তাক্ত নরম উষ্ণ রমণীয় ঠোঁট, যে ঠোঁটে থাকবে একাধারে এ্যাস্প এর বিষাক্ততা- ও জমজমের বিশুদ্ধতার মাখামাখি। #ঠোঁট #চতুর্বেদ #দশকিয়া #আইসক্রিম #গোলাপ #রক্তাক্ত #রমণী #এ্যাম্প #বিষাক্ত #জমজম #বিশুদ্ধ
Tag: রমণী
-
ঠোঁট
-
মালিহা
মালিহা-
সে এক কল্প জগতের প্রেয়সীর নাম,
যার চোখে-মুখে-অন্তরে অফুরান প্রেম।মালিহা, একটি প্রতিকী শব্দমাত্র-
নির্দিষ্ট কোনও রমণী আমার না,
আমিও কোনও নির্দিষ্ট রমণীর নই।আমি সকল জগতের,
সকল যুগের।
সকল প্রেমিকের প্রতিনিধি।।“মালিহা” শব্দটাও তাই, সকল প্রেমিকার একক নাম।
-
বিচার চাই
মানুষ হতে চাই নি কখনো,
তবু ঈশ্বর ও রমণীর ষড়যন্ত্রে এ মনুষ্য জনম।
তোদের এ মনুষ্য শহরে আমি বড়ই বেমানান,
তাই ঈশ্বরের আদালতে বিচার চাই-
ঈশ্বর ও রমণীর।
অথবা পুনঃ জনম চাই-
সাদা বক বা খেক শেয়াল হয়ে।। -
সংগ্রাম
সংগ্রাম হচ্ছে ক্যালেন্ডারের মত…….
প্রতি মাসে পাতা বদলায়……
বছর শেষে বদলায় বই……
নবাব সিরাজ থেকে সিরাজ শিকদার…..
মাঝখানে তিতুমীর, ক্ষুদিরাম……
ভাষাণী, মুজিব…….
এভাবেই বদলাতে বদলাতে……
একদিন শোষিতরা শাষক হয়……..
সংগ্রামও বদলায় হাত……
দেহ বিক্রেতা রমণীর মত……
যার শরীরে থাকবে নিষ্পেষণের দাগ…….
সংগ্রাম তারই সম্পদ……..