ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

ঠোঁট

ঠোঁট খেতে মন চাইছে, আইসক্রিম কামড়ে খাওয়ার মত করে- গোলাপের মত রক্তাক্ত নরম উষ্ণ রমণীয় ঠোঁট, যে ঠোঁটে থাকবে একাধারে এ্যাস্প এর বিষাক্ততা- ও জমজমের

প্রাক্তন

আজকে অন্য এক প্রাক্তন এর গল্প, আমি লোকটাকে বিজনেস সাপোর্ট দিতাম। এতে উভয়ের সিচুয়েশন বরাবর উইন-উইন ছিল, মাস শেষে উভয়ের ৪০-৫০ হাজার টাকা প্রফিট হচ্ছিল।

একাকার

তোর রক্ত-মাংসে মিশে যাবো বলেই,এ জনমে জন্মেছি মানুষ হয়ে।

জাতিস্মর

একই শহরে- একই মহল্লায় আমাদের বসত, অথচ চিনি না তোমায়। দেবী, যেন সহস্র মাইল দূরে- সহস্র পূর্ব বর্ষ- আমাদের ছিলো না পরিচয়। সহস্র বর্ষ পরে

তুমি নেই বলে

তুমি নেই বলে প্যাঁচাগুলো অমন মায়াবী… চোখে তাকায় না আর… ওদের চোখে তাকালে এখন ভয়ে… রক্ত হিম হয়ে যায়… অথচ কোনও এক সময় প্যাঁচাগুলো ছিল

কাপালিক

কাপালিক রাষ্ট্র তোমার আর কত রক্ত চাই?

পাগলে কী না বলে?

“পাগলে কী না বলে?” এই প্রশ্নের উত্তর না দিয়ে বলছি পাগলে কী বলে…! আমার আশেপাশে বেশ কিছু পাগল আছে, যারা প্রতিনিয়ত বক বক করে যাচ্ছে