Tag: যুবক

  • অপেক্ষা

    এক গ্রামের মাঠে প্রায়ই খেলতে যাওয়া শিশুদের লাশ পাওয়া যাচ্ছিল, অনেক খোঁজাখুঁজির পর জানা গেলো মাঠ সংলগ্ন একটি গাছের ফল খেয়ে বিষক্রিয়ায় মারা যাচ্ছে বাচ্চারা।
    দেখতে সুন্দর হওয়ায় সুস্বাদু ফল ভেবে শিশুরা তা খেয়ে মারা যাচ্ছে, গ্রামের মুরব্বিরা সিদ্ধান্ত নিলো গাছটাতে পাহারা দেয়ার, যাতে ওর ফল কেউ খেতে না পারে। এর জন্য বেশ কয়েকটা টিমও করা হলো, তারপর সেই টিম ঠিকঠাক কাজ করছে কিনা, ফাঁকিবাজি হচ্ছে কিনা তা তদারকি করতেও আবার আরেকটা টিম বানানো হলো। ফাঁকিবাজদের বিচার কাজ করতে আবার সালিশও বানানো হলো।
    এতো কিছুর পরও দু দিন পরপর শিশুদের লাশ পাওয়া যাচ্ছে, পাহারাদারদের খোঁজ করা হচ্ছে, তদারকি টিমের নেতা পদত্যাগ করছে, শালিশে জরিমানার ব্যবস্থা করা হচ্ছে।
    শুরু থেকেই একদল যুবক এসবের বিরোধী ছিল, তারা চাইছিলো গাছটাকেই উপড়ে ফেলতে, কিন্তু গাঁয়ের মোড়ল তাতে রাজী নন। মোড়লের চ্যালারাও চায় গাছটা টিকে থাক, এই গাছ যতদিন টিকবে ততদিনই তো ইনকাম। তাই মোড়ল ঘোষণা দিলেন, যারা এই গাছ উপড়ে ফেলার পক্ষে, তারা সবাই গ্রামের শত্রু, গ্রামবাসীর শত্রু। এরা গ্রামের মঙ্গল চায় না, সৌন্দর্য চায় না। তাদের জন্য বানানো হলো খোঁয়াড়, জরিমানার ব্যবস্থা।
    আর এভাবেই মোড়লও বিষাক্ত গাছের মত শেকড় গেঁড়ে বসলো, দু’দিন পরপর মাঠের পাশে পাওয়া যাচ্ছিল নিষ্পাপ শিশু ও প্রতিবাদী যুবকের লাশ।
    গ্রামের মানুষেরা এখন মোড়ল ও গাছের শেকড় উপড়ে ফেলার জন্য একটা ঝড়ের অপেক্ষায়, তারা জানে ঝড় আসবেই; শুধু জানে না কবে আসবে।

  • কড়চা

    জীবন তবু বয়ে যাবে, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে,
    রামপাল নিয়ে রাম ছাগলের পালেরা ম্যাৎকার করবেই।
    যে হাসপাতালে শহীদ কাদরী ঘুমিয়ে যাবেন-
    সেই হাসপাতালেই এবরশনের বিষাক্ত থাবায়,
    পৃথিবীর মুখ দেখার আগেই বিদায় নিবে কোন গর্ভ শিশু।


    ফিরে আসি ফের দেশে-
    এখানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে কোন জোচ্চর মন্ত্রী বলে উঠবেন-
    ভারতের দেয়া বন্যার জল দেশের জন্য আশীর্বাদ।


    ঐ দিকে ইনু, পিতা. পিতা.. পিতা… বলতে বলতে মুর্ছা যাবে বারংবার,
    তাই দেখে সবাই বলে উঠবে আহ! ছেলেটা কত যে পিতৃভক্ত!


    টিউশনি পড়ানো যুবক স্বপ্ন দেখবে- বেতনের টাকায় বাসা ভাড়ার বকেয়া দিবে,
    ছিনতাইকারী যুবক চিন্তা করবে- মক্কেল না পেলে মায়ের ঔষধ কিনতে টাকা পাবো কোথায়!
    চাকুরী খোঁজা যুবক ভাববে আরেকটি মাস শেষ!


    জগন্নাথে ছাত্র-ছাত্রীদের উপর জয় বাংলা বলে হামলে পড়বে জয় বাংলার ছেলেরা।


    কাল পত্রিকার পাতা উল্টে জানবেন-
    এ মাসে সারাদেশে ধর্ষণের মামলা হয়েছে ৩৩১টি।

  • বিশ্বাস

    বিশ্বাস আমাদের মাঝে মাঝে কাঁটা হয়ে দাঁড়ায়,
    মাঝে মাঝে ম্যাজিকে বিশ্বাসী কোনও যুবক মুখ থুবড়ে পড়ে শুধু মাত্র বিশ্বাসের জন্য।
    অথচ তার বিশ্বাসী সেই ম্যাজিকটি হয়তো তারই বন্ধুর ক্ষেত্রে ঘটে, অথবা বিশ্বাসী কৃষকের শষ্য নষ্ট করে দিয়ে যায় বণ্য হাতী।
    আসলে বিশ্বাস সব সময় আমাদের অনুকূলে থাকে না, মাঝে মাঝে আমরা বিশ্বাসের পরীক্ষায় অবতীর্ণ হই।
    তবু, উই মাষ্ট বিলিভ ইন ম্যাজিক।

  • ভালবাসা এক্সপ্রেস

    ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের দৃশ্য-
    বি২ তে বসে আছেন সুন্দরী এক রমনী, বেশ পরিপাটি গোছানো রমনীকে দেখে যেকোন পুরুষই প্রেমে পড়তে বাধ্য। বি১ এ বসে থাকা তার প্রেমিক পুরুষটি প্রেমিকার উপর প্রচন্ড অখুশী কারন সুন্দরী কেন যেন বারবার ডি৩ তে থাকা যুবকের দিকে কেমন করে তাকাচ্ছে।
    যুবকও বিষয়টা আঁচ করার পর থেকে তাদের মধ্যে চোখে চোখে কথা হচ্ছে।
    বাসের যে ক’জন যাত্রী বিষয়টা খেয়াল করেছেন তাদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে, কানাঘুষাকে কলরবে পরিনত করে এক সময় সুন্দরী রমনী উঠে এসে যুবকের পাশে বসল।

    যাত্রা শেষে জানা গেলো মেয়েটা গোয়েন্দা পুলিশ আর যুবক ইয়াবা ব্যবসায়ী।

  • অভিজ্ঞতা অনাবশ্যক

    জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা অনাবশ্যক।

    স্বনামধন্য নয় এমন একজন চালচুলোহীন বেকার যুবকের জন্য ভাল মনওয়ালা একজন প্রেমিকা দরকার।
    * বেতন আলোচনা সাপেক্ষ।