Tag: যুদ্ধ

  • শুভেচ্ছা চায়ের পাতায় আর ঠোঁট রাঙ্গা পানে।

    শুভেচ্ছা রইল সখি আগাম শুভ জন্ম দিনে,
    জগত আবার মেতে উঠুক নব দিনের গানে।

    সখি, গার্দার জলে ভেসে যাক তোমার দুঃখ-ব্যথা যত,
    শুণ্যে মিলাক তোমার হৃদয়ে জমে থাকা সব ক্ষত।

    সুখের পায়রা উড়ে বেড়াক তোমার ডানে-বাঁয়ে,
    আবার তোমার সকাল হোক গরম গরম চায়ে।

    সখি, ভালবাসার কঙ্কন জড়িয়ে থাক তোমার লম্বা আঙ্গুল,
    জগতের সকল যুদ্ধ থামুক, থাকুক তোমাতেই মশগুল।

    শুভেচ্ছা রইল সখি আগাম শুভ জন্ম দিনে,
    শুভেচ্ছা চায়ের পাতায় আর ঠোঁট রাঙ্গা পানে।

    সখি, পিয়াইন নদীর জলে ভাসিয়ে দিলাম শুভেচ্ছার এ নাও,
    পৃথিবীতে যত সুখী মানুষ, তার এক তুমি হও।

  • মিথ্যবাদীরা ঘৃণ্য

    “দেশ স্বাধীন করেছিল গ্রাম্য চাষা ভুষা মানুষজন, বেশীরভাগ শহুরে মানুষ শহর ছেড়ে পালিয়ে গ্রামে আশ্রয় নিয়েছিল” এতোটুকুর পক্ষে অনেক দলিল আছে।

    গ্রাম্য চাষা ভুষা মানুষ তথাকথিত সেক্যুলারিজম কী তা জানে না, আগেও জানতো না, এখনও জানে না;
    তারা অন্যায়-শোষণ-নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেক্যুলার রাষ্ট্র পয়দা করার চেতনা তাদের ছিল না।

    আজ যারা মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলছেন; তারা ইতিহাস নিয়ে মিথ্যাচার করছেন, আর কে না জানে মিথ্যবাদীরা ঘৃণ্য!