প্রেমিকা একদিন প্রাক্তন হয়ে যাবে, এই ভয়ে গালিব আজও প্রেম করলো না। এই দেখে নবাব বললো- তা গালিব, প্রেম একটা করেই দেখো না। প্রাক্তন হলে তো প্রেমিকা একা হবে না, তুমিও প্রাক্তন হবে। প্রাক্তন-প্রাক্তনও তো আরেক প্রেম। এরপর সাহস করে গালিব তার বান্ধবীকে চিঠি লিখলো- প্রিয়, তুমি কি আমার প্রেমিকা হবে? ফিরতি চিঠিতে উত্তর এলো - আমরা বহু যুগের প্রেমিক যুগল গালিব, শুধু তোমার প্রাক্তন হয়ে যাওয়ার যে ভয়, তার জন্য আমরা তা প্রকাশ করিনি। #মির্জাগালিব #প্রাক্তন #প্রেম #চিঠি #বান্ধবী #প্রেমিকা #প্রেমিক
Tag: যুগ
-
গালিব ও প্রাক্তন
-
মালিহা
মালিহা-
সে এক কল্প জগতের প্রেয়সীর নাম,
যার চোখে-মুখে-অন্তরে অফুরান প্রেম।মালিহা, একটি প্রতিকী শব্দমাত্র-
নির্দিষ্ট কোনও রমণী আমার না,
আমিও কোনও নির্দিষ্ট রমণীর নই।আমি সকল জগতের,
সকল যুগের।
সকল প্রেমিকের প্রতিনিধি।।“মালিহা” শব্দটাও তাই, সকল প্রেমিকার একক নাম।