ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

এই কি সুখ?

তার নিঃশ্বাস এর মৃদু শব্দও ও খোদা এতো মধুর কেন লাগে?তার চলে যাওয়া পথে হেঁটে যাওয়া হ্যাংলা কালো কুকুরটাকেও দেখে শ্রদ্ধা কেন জাগে? ও খোদা,

অপহরণ

তারা দু’জন পালিয়ে যাওয়ার পর খবর বের হলো-অমুক পাড়ার অমুক মোল্লার ছেলে তমুক ভাটের মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।

আজ তোমার মন খারাপ মেয়ে

তোমার মাথা ব্যথায় নাপা হবোগ্যাস্ট্রিকে হবো আদা,তোমার মন খারাপে ভাঁড় হবোগন্ডার-গরু-গাধা। তুমি হাসলে বাগান হয় যেফুলে ফুলে ভরপুর,তোমার মন খারাপে অন্ধকারেছায়; যদিও দিন দুপুর। #মেয়ে

ফ্যান

শহরের সবচেয়ে হাবাগোবা মেয়েটাও ইমরান হাসমির ফ্যান।

তোমায় পারবে না নিতে কাড়িয়া

লেট নাইট অফারে ছেলে-মেয়ের কথপোকথন চলছে।ছেলেঃ-জেল-জুলুম-হুলিয়াআমায় পারবে না রাখতে ধরিয়া,কারফিউ-ধর্মঘট কোন ধারাতোমায় পারবে না নিতে কাড়িয়া।মেয়েঃ- জান, আমার করোনা পজিটিভ। 😢ছেলে সাথে সাথে লাইন কেটে

আফিম

চাইলে তো শহরের সবগুলো মেয়ের মনে আফিমের মত নেশা ধরিয়ে দিতে পারি, শুধু তোমায় ভালবাসি বলে ফিরেও তাকাই নি কারো দিকে।

ভালবাসা এক্সপ্রেস

ঢাকা থেকে সিলেটগামী একটি বাসের দৃশ্য- বি২ তে বসে আছেন সুন্দরী এক রমনী, বেশ পরিপাটি গোছানো রমনীকে দেখে যেকোন পুরুষই প্রেমে পড়তে বাধ্য। বি১ এ

ঠিকানা পাইল কই!

বাসায় যাইতেছি, আমার সামনে সামনে একটা মেয়ে হাঁটতেছে; সে যে দিকে মোড় নেয় আমিও ঐ দিকেই মোড় নেই। সে ভাবছে আমি তাকে ফলো করছি কেন?

পর্তুগীজ মেয়ে

সবুজ রঙ এর চা যদি লাল হয়ে যেতে পারে; পর্তুগীজ মেয়ে, তুমি কেন আমার হবে না!

আর কোন পোস্ট নেই।