ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

আশ্রয়

হ্যারে জিগাইলাম- আমার লাইগা জীবন দিবার পারবা?কয়- না, আমি তোমারে লইয়া একখান জীবন পার করবার চাই, মরণের কালে তোমারে লইয়াই মরবার চাই।#আশ্রয় #জীবন #মৃত্যু #মরণ

বেদনা

হৃদয় খুঁড়ে ভালোবাসা বের করে নিয়ে- সেখানে ঢেলে দিলে এক সুদীর্ঘ বেদনার নদী, প্রিয়তমেষু আমার, তোমার দেয়া এ বেদনা আমি পরম ভালোবাসায় রাখবো মৃত্যুবধী। #হৃদয়

আঁতুর ঘর

ইনবক্স নোটিফিকেশনে লাল রঙ্গে ১ লেখা দেখে ক্লিক করলো মালিহা, চাঁদ রাতে যেন পূর্ণিমার আলো ছড়ালো তার মনে।জয় সুন্দর একটা স্টিকার পাঠিয়েছে, তাতে লেখা “আই

কেউ একজন গত হলেন

কেউ একজন গত হলেন মাত্র, হাসপাতালে এভাবেই হয়তো সকাল হওয়ার নিয়ম… স্বজনের আহাজারী ধীরে ধীরে মৃদু হচ্ছে, দূর থেকে দূরে যাচ্ছে।