Tag: মুখ

  • প্রেমিকার মুখ

    কবিতারাও এবড়ো-থেবড়ো হয়ে যায় প্রেমিকার মুখ আঁধার হলে,
    পূর্ণিমার চাঁদও ফিকে হয়ে যায় প্রেমিকার চোখে জল আসিলে।

  • আছি?

    এক্কাদোক্কা খেলার মতো চোখ বন্ধ করে,

    আকাশের দিকে মুখ করে,

    এক পা এক পা করে তোমার দিকে আগাচ্ছি।

    আর নিজেই নিজেকে একটু পর পর জিজ্ঞেস করছি-

    আছি?

  • সুখ

    দিন শেষে তোমার হাসিমুখ
    আমার হৃদয় জুড়ে সুখ।

    #দিন #মুখ #হাসি #হৃদয় #সুখ

  • ভালোবাসি ভালোবাসি

    তোমাকে একদিন আপনি
    করে ডাকবো, তুমি কি খুব
    রেগে যাবে সখি?
    রেগে গিয়ে আমার গায়ে
    বালিশ ছুঁড়ে মারবে কি?

    হাতের দামী ফোন,
    অথবা তোমার চুল-
    আঁচড়াবার নিরীহ চিরুনী?
    নাকি আমার লম্বা চুল টেনে
    কানের কাছে মুখ নিয়ে বলবে-
    যে নামেই ডাকো আমায়
    ভালোবাসি সে নামই।

    #সখি #ভালোবাসি #এলোমেলোকথোপকথন