ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

গালিবের চ্যালা

প্রিয়তমেষু, তোমার জন্য হাল্কা নয় শুধু, রোজা ভঙ্গ করতেও রাজী। মির্জা গালিবের চ্যালা আমি, তোমার চেয়ে কি স্বর্গের হুর আমার কাছে দামী?

গালিব ও প্রাক্তন

প্রেমিকা একদিন প্রাক্তন হয়ে যাবে, এই ভয়ে গালিব আজও প্রেম করলো না। এই দেখে নবাব বললো- তা গালিব, প্রেম একটা করেই দেখো না। প্রাক্তন হলে

গালিবের নরক বাস

গালিব যখন স্বর্গে যেতে অস্বীকার করলেন, ঈশ্বর রাগে একজন অপ্সরীকে বললেন এটাকে নরকে ফেলে রেখে আসো।
গালিব পরক্ষনেই খুবই শীতল একটা জায়গায় নিজেকে আবিষ্কার করলেন, নিজের বস্ত্র বলতে একখানা নেংটি। তবুও মান-সম্মান রইলো, তিনি তো ভেবেছিলেন নরকে সবাই উলঙ্গই থাকবে।