Tag: মিথ্যা

  • প্রাক্তন

    রহস্যের জট খুলেছে, প্রাক্তন বরিশালে যাচ্ছে তার বান্ধবীর বাড়ীতে।
    লঞ্চে নিরাপত্তার জন্য লাইফবয় দিচ্ছে জনপ্রতি, তা হাতে নিয়ে বান্ধবীকে পাশে দাঁড় করিয়ে রাতে সেলফি পাঠাইছে একটা।
    লাইফবয়+ফ্রেন্ড, এই ২ মিলে হলো বয়ফ্রেন্ড। প্রাক্তন আমার মিথ্যা বলে না।
    #প্রাক্তন #বরিশাল #বান্ধবী #লঞ্চ #নিরাপত্তা #লাইফবয় #সেলফি #ফ্রেন্ড #মিথ্যা

  • পাপ

    কারো নামে মিথ্যা অপবাদ দেয়ার মত মিথ্যা প্রশংসা করাও পাপ।

  • আস্থা

    তোমার চোখে মিথ্যাচার_
    কেমন করে তোমার চোখে আস্থা রাখি আর…

  • সত্যবাদ

    – আবার হবে দেখা সখি বছর কুড়ি পর, আজ তবে যাই?
    – যাই না, বলো ‘আসি’।
    – মিথ্যা, যাওয়ার বেলায় মিথ্যা করে আসি বললেও তো আসাটা হয় না তাই না!
    – অমন করে ভাবছো কেন?
    – যেমনটা সত্য।
    – আজকাল তুমি বড্ড সত্যবাদী হয়ে গেছ।
    – বিদায়ের সত্যটা তো তুমিই বলে দিলে, আমি তো শুধু সেটাকে বয়ে বেড়ানোর প্রাক্টিস করছি মাত্র।
  • নিরাপদ

    নিরাপদ তো আমি কেবল তোমার বুকেই,
    এ শহরে প্রতিক্ষনই তো অনিরাপদ।

    অথচ তুমি বুকে নিয়ে বেড়াও মিথ্যার জাল।

  • অভিমানী

    পরাণ পোড়ে জানি,
    তবু অভিমানী-
    মিথ্যে করে ছল,
    লুকিয়ে জানি তোমারও-
    চক্ষু ছলছল।