Tag: মানুষ

  • ভালোবাসা

    লাভ ম্যারেজ বলতে আমরা যা বুঝি আসলে তা ইমোশনাল ম্যারেজ। ভালোবাসার বিয়ে বলে আদতে তেমন কিছু নাই, এই জন্যই দেখবেন তথাকথিত লাভ ম্যারেজে প্রচুর ডিভোর্স হয়।

    দুইজন মানুষ দূরে থেকে ১০০ বছর প্রেম করলেও তাদের ভিতরে ভালোবাসা তৈরী হয় না, আবেগ আর দায়বদ্ধতা তৈরী হয় মাত্র।

    সত্যিকার ভালোবাসা তৈরী হয় বিয়ের পর, লাভ ম্যারেজ ও এরেঞ্জ ম্যারেজ, উভয় সংসারই শুরু হয় ভালোবাসার শুন্য পাত্র দিয়ে।

    যখন দুজন মানুষ পাশাপাশি থাকতে শুরু করে, লুঙ্গি পরা পেট মোটা পুরুষটার ঘর্মাক্ত শরীরের গন্ধ যখন নারী আপন করে নিতে শুরু করে-

    মেকআপ বিহীন, উকুন ভর্তি এলোমেলো চুল, শরীর ভর্তি চুলার ধোঁয়ার গন্ধ, মশলার গন্ধ, পান খেয়ে লাল হওয়া মুখে সুপারি জর্দার গন্ধ একজন পুরুষ আপন করে নিতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    সুচিবায়ুগ্রস্থ একটা মানুষ যখন একই টাওয়াল শেয়ার করতে শুরু করে, ঘুম ভাঙ্গার পর নিজের মুখে দুর্গন্ধ আছে জেনেও অপরজনের দুর্গন্ধ মাখা মুখে যখন ঠোঁট ভিজিয়ে চুমু খেতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    এর আগে আপনি যতই ভালোবাসেন বলে মনে করেন না কেন, আপনি এখনো সত্যিকার ভালোবাসা শুরু করেননি।

    আপনি এখনো জানেন না, আপনি মানুষটাকে সত্যি ভালোবাসতে পারবেন কিনা।

  • ওজন

    প্রিয়তমেষু রূহি,

    তুমি হয়তো জানো যে, আত্মার ওজন মাত্র ২১ গ্রাম,

    অথচ, এই ২১ গ্রাম ওজনের আত্মা একটা মানুষের সবচেয়ে দামী সম্পদ।

    ঠিক তেমনই, আমার ভালোবাসার হয়তো কোন ওজনই নেই,

    কিন্তু, এটাই তোমাকে দেয়ার মতো আমার সবচেয়ে বড় সম্বল।

    – নিতান্তই দরিদ্র এক প্রেমিক

    টিকাঃ “রূহি” (روحي) একটি আরবি শব্দ, যা আত্মা বা রূহ (روح) শব্দ থেকে উদ্ভূত। এটি একটি গভীর আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ শব্দ, যা প্রায়শই ভালোবাসা, আত্মিকতা এবং অন্তরের গভীর সংযোগকে প্রকাশ করতে ব্যবহৃত হয়।

  • শুদ্ধ করে নাও

    তোমার সামনে দাঁড়িয়ে
    আছে দেখো সখি, নতুন
    একটা মানুষ।
    তারে তুমি তোমার ভালোবাসায়
    শিক্ত করে নাও; তারে
    শুদ্ধ করে নাও।

    #শুদ্ধতা #ভালোবাসা #মানুষ #শিক্ত #শুদ্ধ #সখি #ষড়ঋতু #দশকিয়া

  • প্রাক্তন

    আজকে অন্য এক প্রাক্তন এর গল্প, আমি লোকটাকে বিজনেস সাপোর্ট দিতাম।
    এতে উভয়ের সিচুয়েশন বরাবর উইন-উইন ছিল, মাস শেষে উভয়ের ৪০-৫০ হাজার টাকা প্রফিট হচ্ছিল।
    একদিন তাকে বুঝিয়ে বললাম কেন একজন পূর্ণ বয়স্ক, সুস্থ মানুষের নিয়মিত রক্ত দান করা উচিৎ। এরপর তার রক্তের গ্রুপ জেনে নিয়ে তাকে জানালাম রক্ত লাগলে তাকে যেন পাওয়া যায়।
    কিন্তু যখন সত্যি রোগী পাওয়া গেল, তখন সে রক্ত দিবে না বলে জানিয়ে দিল।
    আর, আমি তাকে জানিয়ে দিলাম এমন হারামিকে আমি সাপোর্ট দিব না।
  • অদ্ভূত

    অদ্ভূত ঘটনা গোটা পৃথিবীতেই ঘটে, যেমন আলেকজান্ডার, তৈমুর কিংবা চেঙ্গিসদের মত কুৎসিত মানুষদের পৃথিবী ‘বীর’ বলে সম্বোধন করে।

  • সমর্পণ

    আমার শূন্যতা তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে-
    তা আমার সহ্য হবে না প্রিয়তমেষু,
    তাই আমাকেই আমি সঁপে দিলাম তোমার হাতে।
    তুমি আমাকে আগলে রাখবে তো?
    নাকি অন্য সব মানুষের মতো,
    অন্য সব নারীর মতো তুমিও,
    তুমিও, একবার পেয়ে গেলে আমাকে,
    আমাকে মনে হবে বিরাণ ভূমি?
    আমাকে মনে হবে ভাঙ্গা কুলা?

  • অপেক্ষা

    এক গ্রামের মাঠে প্রায়ই খেলতে যাওয়া শিশুদের লাশ পাওয়া যাচ্ছিল, অনেক খোঁজাখুঁজির পর জানা গেলো মাঠ সংলগ্ন একটি গাছের ফল খেয়ে বিষক্রিয়ায় মারা যাচ্ছে বাচ্চারা।
    দেখতে সুন্দর হওয়ায় সুস্বাদু ফল ভেবে শিশুরা তা খেয়ে মারা যাচ্ছে, গ্রামের মুরব্বিরা সিদ্ধান্ত নিলো গাছটাতে পাহারা দেয়ার, যাতে ওর ফল কেউ খেতে না পারে। এর জন্য বেশ কয়েকটা টিমও করা হলো, তারপর সেই টিম ঠিকঠাক কাজ করছে কিনা, ফাঁকিবাজি হচ্ছে কিনা তা তদারকি করতেও আবার আরেকটা টিম বানানো হলো। ফাঁকিবাজদের বিচার কাজ করতে আবার সালিশও বানানো হলো।
    এতো কিছুর পরও দু দিন পরপর শিশুদের লাশ পাওয়া যাচ্ছে, পাহারাদারদের খোঁজ করা হচ্ছে, তদারকি টিমের নেতা পদত্যাগ করছে, শালিশে জরিমানার ব্যবস্থা করা হচ্ছে।
    শুরু থেকেই একদল যুবক এসবের বিরোধী ছিল, তারা চাইছিলো গাছটাকেই উপড়ে ফেলতে, কিন্তু গাঁয়ের মোড়ল তাতে রাজী নন। মোড়লের চ্যালারাও চায় গাছটা টিকে থাক, এই গাছ যতদিন টিকবে ততদিনই তো ইনকাম। তাই মোড়ল ঘোষণা দিলেন, যারা এই গাছ উপড়ে ফেলার পক্ষে, তারা সবাই গ্রামের শত্রু, গ্রামবাসীর শত্রু। এরা গ্রামের মঙ্গল চায় না, সৌন্দর্য চায় না। তাদের জন্য বানানো হলো খোঁয়াড়, জরিমানার ব্যবস্থা।
    আর এভাবেই মোড়লও বিষাক্ত গাছের মত শেকড় গেঁড়ে বসলো, দু’দিন পরপর মাঠের পাশে পাওয়া যাচ্ছিল নিষ্পাপ শিশু ও প্রতিবাদী যুবকের লাশ।
    গ্রামের মানুষেরা এখন মোড়ল ও গাছের শেকড় উপড়ে ফেলার জন্য একটা ঝড়ের অপেক্ষায়, তারা জানে ঝড় আসবেই; শুধু জানে না কবে আসবে।

  • দানব

    মগজে গাঁথা ধর্মের কিংবা জাতীয়তার তীর,
    নিরীহ মানুষ দানব মগজে হিংস্রগুলো বীর।

    #জাতীয়তা #তীর #ধর্ম #মানুষ #দানব #বীর #মগজ

  • সার্টিফিকেট

    একাডেমিক সার্টিফিকেট কিছু না, রবীন্দ্রনাথ-আইনস্টাইন পড়ালেখা না করেই হ্যান করেছেন-ত্যান করেছেন এইসব গত শতাব্দীর শান্তনা বানী এই শতাব্দীতে দিবেন না দয়াকরে।
    এসএসসি, এইচএসসি, অনার্স, মাষ্টার্সের সার্টিফিকেটের বোঝার সাথে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যার চেয়ে এইচএসসিতে আত্মহত্যাই উত্তম, এসএসসিতে কিংবা জেএসসিতে করা সর্বোত্তম বলে মনে করি।
    বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে, তবে মানুষ থাকবে দরিদ্র।
    শতভাগ শিক্ষিত হবে, তবে চাকুরীর বাজারে টিকবে না।
    নারীর ক্ষমতায়ন হবে, কিন্তু ধর্ষণ কমবে না।
    গ্রামগুলো সব শহর হয়ে যাবে, কিন্তু মানুষগুলো খাবার পাবে না।

  • একাকার

    তোর রক্ত-মাংসে মিশে যাবো বলেই,
    এ জনমে জন্মেছি মানুষ হয়ে।