মাদক মামলায় তোমাকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রিয়তমেষু?
তোমার চোখ জুড়ে যে মাদক, তাতে আমি নেশাতুর হয়ে যাই।
#মাদক #মামলা #গ্রেফতার #প্রিয়তমেষু #চোখ #নেশা #নেশাতুর #দশকিয়া #দ্বিপক্ষ
Tag: মাদক
-
মাদক
-
তোমায় পারবে না নিতে কাড়িয়া
লেট নাইট অফারে ছেলে-মেয়ের কথপোকথন চলছে।
ছেলেঃ-
জেল-জুলুম-হুলিয়া
আমায় পারবে না রাখতে ধরিয়া,
কারফিউ-ধর্মঘট কোন ধারা
তোমায় পারবে না নিতে কাড়িয়া।
মেয়েঃ- জান, আমার করোনা পজিটিভ। 😢
ছেলে সাথে সাথে লাইন কেটে ৩টা কল দিলো, কলগুলো ছিল এমন-
পুলিশ – আমি খুন একটা করেছি, প্লিজ আমাকে গ্রেফতার করেন এসে।
মাদক নিরাময় কেন্দ্র – আমি মাদকাসক্ত, প্লিজ আমাকে এসে নিয়ে যান।
হেমায়েতপুর – আমি গারদ হয়ে গেছি, প্লিজ আমাকে আপনাদের পাগলে নিয়া আটকে রাখেন। -
কবি
এসব রমনীরা আমাদের প্রতিটি মূহৃর্তকে কেড়ে নেয়,
আমাদের চিন্তা-চেতনা-
অবশেষে ছুঁড়ে ফেলে আস্তকুঁড়ে।আজ যে ছেলেটা মেধাবী-
কাল সে হয়ে যায় মাদক সেবি,
এভাবেই রমনীরা আমাদের
অনুভূতি গুলো কেড়ে নেয়।
আমাদের হাসি-কান্না।।অবশেষে ছুঁড়ে ফেলে গহীন শুণ্যে,
আজ যে ছেলেটা সবচেয়ে সুখী-
কাল সে হয়ে যায় দুঃখ ফেরারী।যে ছেলেটা ডাক্তার হবে-
সেই হয় তো হয়ে গেলো রফিক আজাদ।এভাবেই বেড়ে চলে কবিদের ভীড়,
এভাবেই হয়তো আমরা সুনীলদের ভীড়ে মিশে যাই।