Tag: মাথা

  • দেখা যেন হয়

    পাইলে চিঠি উত্তর দিও
    এমন ভাবে উত্তর দিও
    সুখের কান্না হয়।

    সময় পাইলে দেখা দিও
    এমন সময় দেখা দিও
    বুকে মাথা রাখা যায়।

    খবর পাইলে বাড়ি আসিও
    এমন সময় বাড়ি আসিও
    শেষ দেখাটা হয়।

  • ক্লিওপেট্রা

    মাথায় প্রমান সাইজের টাক,
    চুলে ধরেছে পাক।
    হাতে উঠি উঠি করে ছড়ি।

    তখনো আমি বারবার-
    তোমার প্রেমে পড়ি।
  • দাওয়াই

    আমার মাথা ব্যথার কারন তুমি
    সখি, তুমিই তাহার দাওয়াই।
    তোমার চোখের আগুনে জ্বলি
    সেই আগুনে দুঃখ পোহাই।
    
    #দশকিয়া #চতুর্বেদ #দাওয়াই #মাথা #ব্যথা #তুমি #সখি #চোখ #আগুন #দুঃখ