Tag: মাংস

  • এই কি সুখ?

    তার নিঃশ্বাস এর মৃদু শব্দও ও খোদা এতো মধুর কেন লাগে?
    তার চলে যাওয়া পথে হেঁটে যাওয়া হ্যাংলা কালো কুকুরটাকেও দেখে শ্রদ্ধা কেন জাগে?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

    যে বাচ্চা মেয়েটির থেকে সে গোলাপ কেনে,
    যে দোকান থেকে সে রোজ বাজার করে,
    যে কসাইর থেকে সে মাংস কেনে,
    তাদেরকে আমাার কেন এতো হিংসে হয়?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

    যে শহরে সে বসবাস করে,
    যে ব্যায়ামাগারে সে রোজ শরীরচর্চা করে,
    যে রূপচর্চা কেন্দ্রে সে চুল গোছাতে যায়,
    যে সৈকতে সে হাঁটতে ভালোবাসে,
    ও সবই আমার কেন আপন মনে হয়?

    ও খোদা, এই কি প্রেম?
    ও খোদা এই কি সুখ?

  • গোলাপের গন্ধ

    তাহার জন্য জুতো জোড়া,
    তাহার জন্য কদম গাছের ডাল,
    তাহার জন্য সকাল বেলার-
    পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল।

    তাহার জন্য রঙ্গিন সুতো,
    নাটাই ছেঁড়া ঘুড়ি,
    এতো কিছুর পরেও ক্যান-
    মন দিবি না ছুঁড়ি?

    মন দিবি না ভাল কথা-
    ক্যান দেহের লেনাদেনা?
    এতো শহর ঘুরছি আমি-
    খুঁজছি শুধু,
    সেই সে আপনজনা।

    যার বুকে তে মাংস নয়-
    শুধু গোলাপের গন্ধ,
    তারে পেলেই আমার যাত্রা-
    করবো এবার বন্ধ।

  • একাকার

    তোর রক্ত-মাংসে মিশে যাবো বলেই,
    এ জনমে জন্মেছি মানুষ হয়ে।