ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

বাবা

বাবাদের গায়ে থাকে ঘামের গন্ধ, তাই বলে কি সব সন্তান লুকায় মায়ের আঁচলে?

স্বাধীন

ছেলেটির নাম ছিল স্বাধীন, কোনও একদিন ছাত্রলীগের- স্বাধীনতাকামীরা তাকে অধীকার করে নিল। সেই থেকে তার মা স্বাধীনতাহীন, সেই থেকে একটি দেশ এক দুঃখী মায়ের আবাসস্থল।

মা

ভালবাসলে, “তা”রে ভোলা যায় না, “মা”রে ভোলা যায়।

মায়ের কোন পাপ নেই

কোন এক চাঁদ রাতের ঘটনা, নিয়মিত যে দোকান থেকে সদাই কিনি সেখানে সদাই কিনছি। ভাই-বোন এসেছে মায়ের সাথে সেমাই কিনবে, কিন্তু মেয়েটা বায়না ধরেছে আইসক্রিম