আহত ঈশ্বর ডেকে বলেন-
ওরে, আমি মন্দিরেও ছিলাম মসজিদেও…
একদল বলল- আপনি আমাদের দলে,
অপর দলও বলল- আপনি আমাদের দলে।
অদূরে একটা শিশু দাঁড়িয়ে ছিল, ঈশ্বর তাকে কাছে ডেকে কানে কানে বললেন-
এমন ভাবে মেরেছে কানে শুনতে পাই না আর, হারামজাদারা বলছে টা কী?
Tag: মন্দির
-
অর্চনা
হৃদয়ের মন্দিরে কোন শাটডাউন নেই, দেবী, সেখানে তোমার অর্চনা চলবেই। #অর্চনা #হৃদয় #মন্দির #শাটডাউন #দেবী #দ্বিপক্ষ #দশকিয়া #অন্যপ্রেমেরগান
-
সেই দেশে চইল্যা যাক
বাংলাদেশে সুলতানা কামালদের থাকার দরকার নাই, যে দেশে ভাস্কর্যে ভরপুর সেই দেশে চইল্যা যাক।
মসজিদ-মন্দির, শহীদ মিনারের চেয়ে যাদের কাছে গ্রীক দেবীর ভাস্কর্য বেশী মূল্যবান, এ দেশ তাদের জন্য না। -
মিথ্যে গল্প
ভালবাসা চাইনাকো আর ভালবাসতে চাইনা,
তোমার জন্য একটুক্ষন ও রাত জাগিতে চাইনা।
উপোষ করে তোমার জন্য শুভ কামনা,
এখন আমার ভিষণ ক্ষিধে উপোষ পারিনা।হিঁদুর ছেলে নইকো আমি মন্দিরে যাই তবু,
ঢের হয়েছে এমনটা, আর হবেনা কভূ।গঙ্গার জলে কত যে পুজোয় ঢেলেছি জবা ফুল,
আজ এসেনা বুঝলাম আমি সব হয়েছে ভুল।হিঁদুর ঘরে যায়না যাওয়া, বন্ধ দরজা বেদ’এ,
সব দরজা বন্ধ এখন কি লাভ হবে কেঁদে।তাই কাঁদিনা, রাত জাগিনা, বাসিনা তোমায় ভাল,
সন্ধ্যা হলো ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালো।মসজিদে যাই আযান হলো, নামাজ পড়ি গিয়ে,
তোমায় ভুলে থাকতে চাই আমার আমি নিয়ে।