Tag: মন

  • তা’ও

    দূর হোক কলিজা তোমার মনের যত দুঃখ-

    যদি তাতে আমার মনের দুঃখ বাড়ে, তা’ও।

  • গোলাপের গন্ধ

    তাহার জন্য জুতো জোড়া,
    তাহার জন্য কদম গাছের ডাল,
    তাহার জন্য সকাল বেলার-
    পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল।

    তাহার জন্য রঙ্গিন সুতো,
    নাটাই ছেঁড়া ঘুড়ি,
    এতো কিছুর পরেও ক্যান-
    মন দিবি না ছুঁড়ি?

    মন দিবি না ভাল কথা-
    ক্যান দেহের লেনাদেনা?
    এতো শহর ঘুরছি আমি-
    খুঁজছি শুধু,
    সেই সে আপনজনা।

    যার বুকে তে মাংস নয়-
    শুধু গোলাপের গন্ধ,
    তারে পেলেই আমার যাত্রা-
    করবো এবার বন্ধ।

  • চিৎকার

    মন খারাপ হলে সবাই কাঁদে না,

    কেউ কেউ চিৎকার, চেচামেচি করে।

  • কবিতার মন খারাপ

    এই মন খারাপের রাতে

    আজ আর কোন কবিতা নয়।

  • কে তুমি?

    তোমাকে দেবী ভেবে পুজো দিতে গিয়ে দেখি

    তুমি মানবী,

    তোমাকে মানবী ভেবে ঘর বাঁধতে গিয়ে দেখি

    তুমি ছবি,

    তোমাকে ছবি ভেবে দেয়ালে টাঙ্গাতে গিয়ে দেখি

    তুমি কেবলই আমার মনের কল্পনা।

  • কলিজা

    প্রিয়তমেষু কলিজা, পৃথিবীর সব সংবাদ মাধ্যমে এক যোগে প্রচারিত হবে আজ আমাদের মন খারাপ।
    – ইতি জয় কল্যাণীয়েষু

    #কলিজা #একলাইনেরচিঠি #সংবাদ #মন #খারাপ #পৃথিবী

  • তোমার মন ভালো হয়ে যাক

    তোমার মন খারাপের ক্ষণগুলো কেটে যাক আলোর গতিতে,
    সুখের ক্ষণ হোক বেহেস্তি শতবর্ষের সমান।
    
    #তোমার #মন #খারাপ #ক্ষণ #আলো #গতি #সুখ #বেহেস্ত #বর্ষ
  • আজ তোমার মন খারাপ মেয়ে

    তোমার মাথা ব্যথায় নাপা হবো
    গ্যাস্ট্রিকে হবো আদা,
    তোমার মন খারাপে ভাঁড় হবো
    গন্ডার-গরু-গাধা।

    তুমি হাসলে বাগান হয় যে
    ফুলে ফুলে ভরপুর,
    তোমার মন খারাপে অন্ধকারে
    ছায়; যদিও দিন দুপুর।

    #মেয়ে #মন #খারাপ #ব্যথা #নাপা #গ্যাস্ট্রিক #আদা #ভাঁড় #গন্ডার #গরু #গাধা #হাসি #বাগান #ফুল #অন্ধকার #দিন #দুপুর

  • কাঠগড়া

    সে যে আমারে লুচ্চা বানায়
    তারপর তোলে কাঠগড়ায়
    কী যে খেলে তার মন!
    
    কেমন যে এক ভ্যাজালে
    সে আমারে জড়ালে
    এখন শর্ষের ফুল দেখে দু'নয়ন।
    
    কী করেছি অপরাধ
    কী যে তাহার সাজা
    কিছুই কয় না মোরে।
    
    সারাক্ষনই সে ভয় দেখায়
    মাঝে মধ্যে বাঁচার আশায়
    মন চায় পালাই দূরে।
    
    তারপরেই মনে পড়ে
    এত্তো ভালোবাসি যারে
    তারে ছাড়া যায়!
    
    রোজই সে দিক না সাজা
    তাতে যদি সে পায় মজা
    সেখান থেকে সুখ নিলাম আমিও না হয়!
    
    #কাঠগড়া #লুচ্চা #ভ্যাজাল #শর্ষেফুল #ফুল #নয়ন #অপরাধ #সাজা #ভয় #আশা #ভালোবাসি #ভালোবাসা #সুখ #মন
  • সখি

    সখি,
    লিপস্টিকে না হয় ঠোঁট লুকালে,
    চোখ লুকালে রোদ চশমায়,
    মন লুকাবে কিসে!

    #সখি #লিপস্টিক #ঠোঁট #চোখ #চশমা #মন